বশেমুরবিপ্রবির ৮ অনুষদে নতুন ডিন, দুটির দায়িত্বে ভিসি

বশেমুরবিপ্রবি ক্যাম্পাস

বশেমুরবিপ্রবি ক্যাম্পাস © ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছয়টি অনুষদের ডিন পরিবর্তনসহ মোট আটটি অনুষদে নতুন ডিন নিয়োগ প্রদান করা হয়েছে। দুটি অনুষদের ডিনের দায়িত্ব নিয়েছেন উপাচার্য ড. এ. কিউ. এম মাহবুব।

আজ সোমবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আব্দুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিন পদে ২ বছর সম্পন্ন করায় ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোঃ শাহজাহান, আইন অনুষদের ডিন মোঃ আব্দুল কুদ্দুস মিয়া, বিজ্ঞান অনুষদের ডিন আব্দুর রহিম খান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. শেখ আশিকুর রহমান প্রিন্স, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন রফিকুন্নেসা আলী এবং জীব বিজ্ঞান অনুষদের ডিন এম.এ সাত্তারকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এর বিপরীতে বিশেমুরবিপ্রবি আইনের ধারা ২৩(৫) অনুযায়ী, বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে অধ্যাপক ড. মোঃ শাহজাহান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন হিসেবে ড. সালেহ আহমেদ, কৃষি বিভাগের ডিন হিসেবে ড. মোজাহার আলী, আইন অনুষদের ডিন হিসেবে ড. মোঃ রাজিউর রহমান, মানবিকী অনুষদের ডিন হিসেবে মোহাম্মদ আশিকুজ্জামান ভুঁইয়া এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন হিসেবে মো: রোকনুজ্জামানকে নিয়োগ প্রদান করা হয়েছে।

এছাড়া, সামাজিক বিজ্ঞান অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদের ডিন হিসেবে উপাচার্য ড. এ. কিউ. এম মাহবুব দায়িত্ব গ্রহণ করেছেন।

একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অপরদিকে মা-বোনদের গায়ে হা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইশতেহার প্রণয়নে অনলাইনে ৩৭ হাজার মতামত পেল জামায়াত
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোবিপ্রবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিশেষ টিকায় কমবে জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি, কোন বয়সে নেওয়…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু আজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, নির্বাচনী সভায় বিএনপি প্রা…
  • ২৭ জানুয়ারি ২০২৬