অনলাইনে পরীক্ষা নেবে শাবিপ্রবি, তারিখ ঘোষণা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

স্থগিত হওয়া বিভিন্ন বর্ষের ফাইনাল পরীক্ষা অনলাইনে নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত ১৬৫তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, অনার্স ও মাস্টার্সের শেষ বর্ষের স্থগিত হওয়া পরীক্ষা আগামী ১৫ জুন এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা ১ জুলাই থেকে শুরু হবে।

এদিকে, যেসব বিভাগের অনার্স ও মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের ভাইবা ছাড়া আর কোনো পরীক্ষা বাকি নেই, তাদের সশরীরে ভাইবা অনুষ্ঠিত হবে।

দেখুন: অনলাইনে পরীক্ষা নেবে ববি, তারিখ ঘোষণা

এর আগে, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে ২০২০ সালের ৩১ মার্চ থেকে অনলাইনে ক্লাস শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ। অনলাইনেই দুই সেমিস্টারের ক্লাস সম্পন্ন করে বিভাগগুলো।

চলতি বছরের ১৭ জানুয়ারি থেকে অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের পরীক্ষা সশরীরে শুরু হলেও পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সে পরীক্ষাগুলো স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্তের আলোকে আগামী ১৫ জুন থেকে অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের অসমাপ্ত সকল পরীক্ষা অনলাইনে শুরু হবে। পরে ১ জুলাই থেকে অন্যান্য সেমিস্টারের পরীক্ষাগুলোও একইভাবে শুরু হবে।


সর্বশেষ সংবাদ