ছুটি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের

বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত সভা
বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত সভা  © টিডিসি ফটো

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ১২ জুন পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখান করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ বুধবার (২৬ মে) সন্ধ্যা ৭টায় একাডেমিক ভবনের সামনে সভা থেকে এ ঘোষণা দেয়া হয়।

শিক্ষার্থীরা বলেন, ‘বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে’-তেমনি শিক্ষার্থীদের স্থান ক্যাম্পাসই। সেই ক্যাম্পাস যদি ফাঁকা পড়ে থাকে, জাতির মেরুদন্ডই যদি ঝিমিয়ে পড়ে, হতাশায় ভুগে, তাহলে এই জাতির কি হবে?

এর আগে, এদিন দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলন থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১২ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত জানান।

পড়ুন: ছুটি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান ঢাবি শিক্ষার্থীদের

তারা বলেন, “২৪ মে সারাদেশে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। অথচ কোনো ফলাফল পাইনি। আমরা সবচেয়ে বেশি হতাশ হয়েছি; আজকে যখন মাননীয় শিক্ষামন্ত্রী নিজেই বলেছেন ১৩ জুন থেকে স্কুল কলেজ খুলে দেয়া হবে। আমরা একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই যে, স্কুল কলেজের শিক্ষার্থীদের করোনা সম্পর্কে সচেতনতা বেশি নাকি পাবলিক বিশবিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সচেতনতা বেশি?”

প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের বিষয় উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, “প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পুরোদমে চলছে, মেডিকেলের শিক্ষার্থীদের হল খোলা এবং তাদের টার্ম পরীক্ষাও নেয়া হচ্ছে, তাহলে আমাদেরই কেন বন্ধ থাকবে? এটা এক ধরনের বৈষম্য।

সরকারের প্রতি অনুরোধ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, “আমরা সর্বোচ্চ বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের লক্ষ লক্ষ সাধারণ শিক্ষার্থীদের দিকে তাকিয়ে,তাদের পরিবারের দিকে তাকিয়ে হলেও বিশ্ববিদ্যালয় অনতিবিলম্বে খুলে দেয়া হোক।”


সর্বশেষ সংবাদ