ব্যাচ ও বিভাগ অনুযায়ী সশরীরে পরীক্ষা নিতে পারে বশেমুরবিপ্রবি

বশেমুরবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব

বশেমুরবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব © ফাইল ফটো

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাথে আলোচনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ব্যাচ ও বিভাগ অনুযায়ী সশরীরে পরীক্ষা নেয়া হতে পারে বলে জানিয়েছেন বশেমুরবিপ্রবির উপাচার্য ড. একিউএম মাহবুব। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত সাপেক্ষে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হতে পারে বলে জানান তিনি।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করে উপাচার্য বলেন, ‘মফস্বলের বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং। কারণ আমাদের অধিকাংশ শিক্ষার্থী গ্রামে বসবাস করে। অনেকের আর্থিক সমস্যা রয়েছে। এমন পরিস্থিতিতে আমরা ইউজিসির সাথে আলোচনা করে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের ভিত্তিতে ব্যাচ ও ডিপার্টমেন্ট ভিত্তিক স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নিতে পারি। এতে হল কিংবা ক্লাস প্রতিটা জায়গায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হবে।’

সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দিয়ে ক্লাস চালুর প্রস্তাব ইউজিসির

এ সময় তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীরা। আমি আশঙ্কা করছি, হয়তো এই দীর্ঘ ছুটির কারণে পরিবারের দায়িত্ব গ্রহণ করতে গিয়ে অনেক শিক্ষার্থী অন্য পেশায় নিয়োজিত হয়েছে। ১০-১৫ শতাংশ শিক্ষার্থীকে আমরা হয়তো আর ক্লাসে ফিরে পাবো না।’

প্রসঙ্গত, হল এবং ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে সোমবার (২৫ মে) মানববন্ধন করেছেন বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা।

একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অপরদিকে মা-বোনদের গায়ে হা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইশতেহার প্রণয়নে অনলাইনে ৩৭ হাজার মতামত পেল জামায়াত
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোবিপ্রবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিশেষ টিকায় কমবে জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি, কোন বয়সে নেওয়…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু আজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, নির্বাচনী সভায় বিএনপি প্রা…
  • ২৭ জানুয়ারি ২০২৬