আজ ভাইয়ার জন্মদিন, আব্বু অপেক্ষা করছে বিচারের

আবরার ফাহাদ
আবরার ফাহাদ  © ফাইল ফটো

ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদের জন্মদিন আজ। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) আবরারের ২৩তম জন্মদিন। আবরার নেই, তাই জন্মদিনে পুরো বাড়িতেই বিষাদের সুর।

আবরারের মৃত্যুর দেড় বছরেরও বেশি সময় হয়েছে। তবে মেধাবী এই শিক্ষার্থীকে কোনো ভাবেই ভুলতে পারছে না তার পরিবার। আবরারের ২৩তম জন্মদিনে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস লিখেছেন তার ছোট ভাই আবরার ফাইয়াজ।

নিচে দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য আবরার ফাইয়াজের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো..

‘‘ভাইয়ার জন্মদিন। ওর বয়স ২৩বছর হতো আজ।
কিন্তু প্রায় দেড় বছর হলো ও চলে গেছে। এখন শুধু ওর কিছু স্মৃতিবাদে আর কিছুই নেই আমাদের কাছে। একটা কবর আছে কিন্তু সেটাও অনেক পুরনো হয়ে গেছে। অনেকেই ভুলে গেছে কে ‘আবরার ফাহাদ’। বিচার এখনো বহু দেরী।বিভিন্ন প্রতিবন্ধকতায় অনেক সময় চলে গেছে। কারোর মধ্যে তেমন আগ্রহও নেই আর।

আব্বু ১মাস মতো বাসায় আসেনা। মামলা পিছায় কিন্তু আব্বু অপেক্ষা করছেই কবে বিচার শেষ হবে। নিম্ন আদালতের রায়টা যে তাড়াতাড়ি আসা দরকার।কবে যে পাবো জানিনা।শুধু যে পিছাচ্ছেই।
আম্মু আজ কিছু গরিবদের খাওয়াবে। আর কী করা যায় অনেকদিন ধরেই ভাবছে। সবচেয়ে খারাপ অবস্থা এখন আম্মুর। এত মানসিকভাবে ভেঙে পড়তে পারে কল্পনাও করতে পারিনি কিছুদিন আগেও। জানিনা আর কোনোদিন ঠিক হবে কিনা।

ও তো আর নেই। কোনো আয়োজন নেই। কিন্তু এই দিনে সবচেয়ে বেশি দরকার ওর জন্য দোয়া।আর ওকে যারা মেরেছিলো তারা এখনো হেটে বেড়ায়। তাদের ও তাদের সাহায্যকারীদের শাস্তি দ্রুতই আল্লাহ যেন দুনিয়াতেই তাদের দেয়।’’


সর্বশেষ সংবাদ