বশেমুরবিপ্রবি

ইটিই ও ইইই বিভাগ একীভূতকরণের বিপক্ষে অবস্থান কর্মসূচি

১৭ জানুয়ারি ২০২১, ০৫:১১ PM
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সাথে একীভূতকরণের বিপক্ষে অবস্থান কর্মসূচি পালন করছে ইইই বিভাগের শিক্ষার্থীরা।

প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী রবিবার (১৭ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২য় তলায় এই অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মসূচির বিষয়ে ইইই বিভাগের শিক্ষার্থী তানিম বলেন, “ইটিই বিভাগকে ইইই বিভাগের সাথে একীভূত করার দাবির বিপক্ষে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আমরা আজকে অবস্থান কর্মসূচি পালন করছি। এর আগেও এ বিষয়ে আমরা দুইবার উপাচার্য এবং রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি প্রদান করেছি। কিন্তু এখন পর্যন্ত প্রশাসন থেকে কোনপ্রকার সাড়া পাইনি। আমাদের যৌক্তিক দাবি মানা না হলে পরবর্তীতে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবো।”

এ বিষয়ে আরেক শিক্ষার্থী মফিজুল বলেন, “ বিভাগ একত্রীকরণের বিপক্ষে আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করছি, যতদিন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করা না হবে বা এর সুষ্ঠু মীমাংসা না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো।”

প্রসঙ্গত, ইটিই গ্রাজুয়েটদের কর্মক্ষেত্রের অপ্রতুলতার বিষয়টি উল্লেখ করে ইটিই বিভাগকে ইইই এর সাথে একীভূতকরণের দাবিতে ২০১৯ এর অক্টোবর থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেন বশেমুরবিপ্রবির ইটিই বিভাগের শিক্ষার্থীরা। অপরদিকে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে এই দাবিকে অযৌক্তিক উল্লেখ করে দীর্ঘদিন যাবৎ দাবিটির বিরোধিতা করছেন ইইই’র শিক্ষার্থীরা।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ন গ্রুপ, আবেদন শেষ ৫ …
  • ২৭ জানুয়ারি ২০২৬
পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে ১০২৭ জনের রোল ব্লকড
  • ২৭ জানুয়ারি ২০২৬
কুয়েট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য জরুরি নির্দেশনা
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারে হামলা, প্রথমবারের মতো মহাসমাবেশের ঘোষণা ম…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী গণসংযোগে ছাত্রদলের বাধার পর রাস্তায় বসে পড়লেন নাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬