চুয়েটে হাল্ট প্রাইজ চ্যাম্পিয়ন ‘ইনভিজাস কো’
- চুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০, ০২:৪৫ PM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০, ০২:৪৫ PM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ২০২০-২১ সালের হাল্ট প্রাইজের অন ক্যাম্পাস রাউন্ডের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইনভিজাস কো। করোনা পরিস্থিতির কারণে এবারের প্রতিযোগিতা প্রথমবারের মত অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় থেকে ফাইনাল রাউন্ড এর কার্যক্রম শুরু হয় এবং ১২ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা নামে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। এছাড়া চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলমও উপস্থিত ছিলেন।
হাল্ট প্রাইজ চুয়েটের এবারের ফাইনালে টিম টিউবারোসাম, টিম লানচিওন, টিম এমিনো হাইস্ট, টিম টপ এন্ড ড্রপ, টিম ইনভিসাজ কো, টিম নিউট্রিফ্লাওয়ার-এই ৬টি টিম প্রতিদ্বন্দ্বিতা করে। প্রাথমিক পর্যায়ের বিনিয়োগ হিসেবে চ্যাম্পিয়ন টিম ‘ইনভিসাজ কো’ পাবে ১০হাজার টাকার প্রাইজমানি। ১ম রানার আপ টিম নিউট্রিফ্লাওয়ার ও ২য় রানার আপ টিউবারোসাম যথাক্রমে ৫হাজার ও ২হাজার টাকার প্রাইজমানি পাবে।
প্রতিযোগিতায় উপস্থাপিত আইডিয়া সম্পর্কে চ্যাম্পিয়ন দলের সদস্যগণ জানান, পুষ্টি-বার খাদ্যে একটি নতুন সম্ভাবনার নাম। আমাদের লক্ষ্য সবার জন্য পুষ্টি যা হবে সহজলভ্য এবং সাশ্রয়ী। এটি প্রতিদিনের দরকারি পুষ্টির চাহিদা মেটাবে সুষম খাদ্যের ভিত্তিতে। এটি সহজলভ্য করার মূল কারণ যেন এটি স্বল্প আয়ের পরিবারের শিশুদের পুষ্টির চাহিদা মিটাতে পারে।
চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি ব্যক্ত করে জুশান আব্দুল্লাহ বলেন, আসলে আমরা খুবই আনন্দিত এবং ধন্য বোধ করছি। এই পুরষ্কারের পর আমাদের উপর দায়িত্ব বেড়ে গেল। এবার আন্তর্জাতিক পর্যায়। কেবল বিশ্ববিদ্যালই নয়, বরং পুরো দেশকে উপস্থাপন করতে হবে। তাই আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।
ফাইনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আরিফ মোহাম্মদ ফয়সাল (প্রোগ্রাম স্পেশালিস্ট, নেচার, ক্লাইমেট এবং এনার্জি, ইউএনডিপি), সুব্রত কুমার চক্রবর্তী (লাইভলিহুড এন্ড ইকোনমিক অফিসার, ইউএনএইচসিআর), ড. মো আনোয়ারুল আবেদিন (অধ্যাপক, বাকৃবি), মো ইনতেকাব আলম (ম্যানেজিং ডিরেক্টর, নোভেল্টি ইঞ্জিনিয়ারিং করপোরেশন লিমিটেড), ফুয়াদ জাবিদ মাহমুদ (গ্লোবাল ইএইচএস ডিরেক্টর, গ্রুনে), মাহুবুবুর রহমান (চিফ অপারেটিং অফিসার, আরএফএল ইলেক্ট্রনিকস লিমিটেড)
সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ডিন অধ্যাপক ড. জামাল উদ্দিন, অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেইন, অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব এবং ছাত্রকল্যাণ পরিচালক ড. মশিউল হক।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, চুয়েট থেকে এ ধরণের অনুষ্ঠান আয়োজনের জন্য অনেক ধন্যবাদ। ডিজিটাল বাংলাদেশে চুয়েটের শিক্ষার্থীরা করোনা পরিস্থিতিতেও যে এ ধরণের শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে এ বিষয়কে সাধুবাদ জানাই।
এবারের চুয়েটের হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর ছিলেন শিহাব আর রাসাদ নির্ঝর। টাইটেল স্পন্সর হিসেবে ছিল সাইফ পাওয়ারটেক,ই-লার্নিং পার্টনার বহুব্রীহি,স্কিল ডেভেলপমেন্ট পার্টনার টেককারিগর স্কুল,মিডিয়া পার্টনার দি বিজনেস স্ট্যান্ডার্ড এবং চুয়েট নিউজ২৪.কম।