কম্পিউটারের পর এবার চেক চুরি করে আড়াই লাখ টাকা উত্তোলন
- বশেমুরবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০, ০৫:২৬ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২০, ০৫:২৬ PM
কম্পিউটার এবং স্যানিটারি ফিটিংস চুরির পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবার চেক চুরির ঘটনা ঘটেছে। গত ৩ নভেম্বর চুরি করা ওই চেক ব্যবহার করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একাউন্ট থেকে আড়াই লক্ষ টাকা উত্তোলন করা হয়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. হাসিবুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে জানান, চেক চুরির পর স্বাক্ষর জালিয়াতি করে গত ৩ নভেম্বর আড়াই লাখ টাকা উত্তোলন করা হয়। টাকা উত্তোলনের পর ফোনে মেসেজ আসায় তারা চুরির বিষয়টি বুঝতে পারেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রশাসনকে জানান।
তিনি জানান, প্রশাসনের সহায়তায় তারা ইতোমধ্যে চেকের আড়াই লাখ টাকা বুঝেও পেয়েছেন।
হাসিবুর রহমান বলেন, “গত ৪ নভেম্বর আমি প্রশাসনকে আমার সন্দেহের জায়গা উল্লেখ করে চিঠি দেই। পরে ওইদিনই সন্দেহভাজন ওই ব্যক্তি দেড় লাখ টাকা বুঝিয়ে দেন এবং অবশিষ্ট এক লাখ টাকা আজ সোমবার বুঝিয়ে দিয়েছেন।”
তবে এসময় ড. হাসিবুর রহমান অভিযুক্ত ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করতে রাজি হননি এবং এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে যোগাযোগ করতে বলেছেন।
বিষয়টি নিয়ে রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনিও অভিযুক্ত ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করতে রাজি হননি। নূরউদ্দিন বলেন, “আমরা টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।”
এর আগে গত ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়েছিলো। এছাড়া সম্প্রতি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগও তাদের অফিসিয়াল কার্যক্রম শুরু করতে গিয়ে দুটো কম্পিউটারের হদিস পায়নি। এছাড়া করোনার এ বন্ধের মধ্যে অফিসার্স কোয়ার্টার থেকে স্যানিটারি ফিটিংস চুরির ঘটনাও ঘটেছে।