২শ টাকায় ১ মাসের ইন্টারনেট পাবে চুয়েট শিক্ষার্থীরা

১৫ অক্টোবর ২০২০, ০৬:৫৩ PM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

করোনা সংকটে অনলাইন ক্লাসের সুবিধার্থে শিক্ষার্থীদের স্বল্প খরচে ইন্টারনেট ডেটা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষ। অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এমন উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে স্বল্পমূল্যে ডাটার ব্যাপারে দেশের শীর্ষ মুঠোফোন নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে চুয়েট কতৃপক্ষ। আশা করি খুব শিঘ্রই শিক্ষার্থীরা এ সুবিধা পাবে।

অধ্যাপক ড. ফারুক বলেন, ‘‘প্যাকেজের মধ্যে ১৫ জিবি পাওয়া যাবে ৯৯ টাকায় (সকল ভ্যাট ও চার্জ অন্তর্ভুক্ত)। এছাড়া ৩০ জিবি পাওয়া যাবে ২০০ টাকায়। যার মেয়াদ থাকবে ৩০ দিন’’।

ইতিমধ্যেই এই সুবিধা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের রবি/এয়ারটেল ফোন নম্বরসহ তথ্য বিভাগীয় প্রধান বরাবর পাঠাতে বলা হয়েছে। এই ডাটা শুধুমাত্র অনলাইন ক্লাস সংশ্লিষ্ট অ্যাপ, চুয়েট সংক্রান্ত ওয়েবসাইট ও মেইলে ব্যবহার করা যাবে।

এছাড়া সরকারি মুঠোফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উচ্চ ক্ষমতাসম্পন্ন তথ্য যোগাযোগের প্ল্যাটফর্ম বাংলাদেশ শিক্ষা ও গবেষণা নেটওয়ার্কের (বিডিরেন) আওতায় জুম অ্যাপ ব্যবহার করে ফ্রি অনলাইন ক্লাস করার সুবিধা পাচ্ছে।

ইউজিসির তথ্য অনুযায়ী, বর্তমানে ৪২টি সরকারি ও ৬৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিডিরেন প্ল্যাটফর্ম ব্যবহার করছে।

পবিপ্রবিতে শিবিরের বিক্ষোভ মিছিলে ছাত্রদলের বাধা, ক্যাম্পাস…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ২৯ জানুয়ারি ২০২৬
শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৯ জানুয়ারি ২০২৬
দেখেছেন ৮ বার, টাইম ম্যাগাজিনকে নিজের পছন্দের মুভির নাম বলল…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহত, বিচারের দাবিতে বরিশাল বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বয়কট গুঞ্জনের মাঝেই পাকিস্তানকে সেমিফাইনালে দেখছেন সাবেক ভা…
  • ২৯ জানুয়ারি ২০২৬