টিএসসি থেকে ব্যাংকের শাখা অপসারণ দাবি শিক্ষার্থীদের

০৩ অক্টোবর ২০২০, ০৬:১৭ PM
শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্র (টিএসসি) দ্বিতীয় তলা থেকে রুপালি ব্যাংক শাখা স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

শবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১৬ ব্যাচের উদ্যোগে টিএসসির সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীদের ‘টিএসসিতে ব্যাংক কেন, প্রশাসন জবাব চাই’, ‘শিক্ষা নাকি ব্যবসা, কোনটি আগে’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে দেখা গেছে।

দিপু রায় বলেন, টিএসসি সাধারণ শিক্ষার্থীর জন্য। সুতরাং টিএসসিতে ব্যাংক করাটা অযৌক্তিক, অতি শীঘ্রই ব্যাংক স্থান্তনার করে টিএসসিকে সাধারণ শিক্ষার্থীর জন্য উন্মুক্ত করে দিতে হবে।

মারুফ হাসান বলেন, সাধারণত শিক্ষার্থীদের সাথে গতবছর জুলাই মাসে আলোচনা বসে প্রতিশ্রুতি দিয়েও তা ভঙ্গ করা হল। আমরা শিক্ষার্থীরা অনতিবিলম্বে টিএসসি থেকে ব্যাংক অপসারণের জোর দাবি জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাস ভঙ্গের তীব্র নিন্দা জানাচ্ছি।

মানববন্ধনে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুয়েল রানা বলেন, টিএসসি এমন একটি স্থান যেখানে শিক্ষার্থীরা পড়াশোনার জন্য গ্রুপ ডিসকাশন, সাংস্কৃতিক প্রোগ্রামের জন্য রিহার্সাল, শিক্ষক পরামর্শের জন্য ব্যবহার করে থাকে। কিন্তু ব্যাংক একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। শিক্ষা ও বিনোদন কার্যক্রম এবং ব্যবসা একসঙ্গে কখনোই চলতে পারে না।

এদিকে টিএসসি থেকে রুপালি ব্যাংকের শাখা স্থানান্তরের কাজ শুরু হয়েছে বলে জানান হাবিপ্রবি রুপালি ব্যাংক ম্যানেজার পবিত্র কুমার রায়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক জানান, আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত কি হবে তা এখনই বলতে পারছি না। কারণ আমার একার সিদ্ধান্তের উপর তো সব নির্ভর করছে না।

আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাজেশনের নামে ভাইবার আগে টাকা আদায়ের অভিযোগ
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য য…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ৩০ জানুয়ারি ২০২৬
রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন 
  • ৩০ জানুয়ারি ২০২৬