ইকো নেটওয়ার্কের সেরা টিম হাবিপ্রবি

০৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৬ PM

© ফাইল ফটো

প্রথমবারের মত ইকো নেটওয়ার্কের সেরা ক্যাম্পাস টিম হিসেবে নির্বাচিত হলো ইকোনেটওয়ার্ক হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) টিম। সারাদেশের ৩২টি টিমের মধ্যে টিম হাবিপ্রবি এ জয়ের গৌরব অর্জন করে।

হাবিপ্রবি টিমের ক্যাম্পাস আ্যম্বাসেডর স্বজন আহসান বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সবুজ বাসযোগ্য পৃথিবী গড়ার মহান ব্রত নিয়ে কাজ করে ইকো নেটওয়ার্ক। বিশ্বের ১৫টি দেশে এবং বাংলাদেশের ৩২টি ক্যম্পাসে ইকো নেটওয়ার্কের কার্যক্রম চলমান।

স্বজন বলেন, ‘‘ইকো নেটওয়ার্কের সাথে একাত্মতা প্রকাশ করে আমার টিমের সবাই তাদের মেধা এবং শ্রম দিয়ে পুরো আগষ্ট মাস জুড়ে কাজ করেছে। আমাদের বেস্ট টিম হওয়ার এই অর্জন টিমের প্রতিটি সদস্যের’’।

টিম হাবিপ্রবি

জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যের মধ্যে ইকো নেটওয়ার্ক ৬, ৭, ১৩ এবং ১৫ নিয়ে কাজ করে আসছে। সেগুলো হল- পরিষ্কার পানি ও স্বাস্থ্যব্যবস্থা, পরিষ্কার এবং পুর্নব্যবহারযোগ্য শক্তি, জলবায়ু সম্পর্কিত কর্মকান্ড এবং স্থলে জীবন।

সংস্থাটির এই ৪টি লক্ষ্যকে লিঙ্গ সমতার লক্ষ্যের সাথে যুক্ত করে পরিবেশের উন্নয়ন সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে ইতিমধ্যে ইকো নেটওয়ার্ক তার পদচিহ্ন রেখে ফেলেছে। তার মধ্যে অন্যতম হল বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, ভুটান, নাইজেরিয়া, ঘানা, ফিলিপিন ইত্যাদি।

উল্লেখ্য, ইকো নেটওয়ার্ক” Eco-network-২০১৮ সালের সেপ্টেম্বরে নারী ও কিশোর-কিশোরীদেরকে কেন্দ্রবিন্দুতে রেখে ইকো নেটওয়ার্কের জন্ম হয়। তরুণদের দ্বারা পরিচালিত এটি এমন একটি সংস্থা যা পরিবেশ উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।

আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাজেশনের নামে ভাইবার আগে টাকা আদায়ের অভিযোগ
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য য…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ৩০ জানুয়ারি ২০২৬
রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন 
  • ৩০ জানুয়ারি ২০২৬