বশেমুরবিপ্রবির কম্পিউটার চুরি: তদন্ত কমিটিতে পরিবর্তন
- বশেমুরবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২০, ০৫:২৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২০, ০৫:২৬ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরী থেকে কম্পিউটার চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির দুই সদস্যের পদত্যাগপত্র গৃহীত হওয়ায় নতুন দুই সদস্য অন্তর্ভুক্তি করা হয়েছে।
আজ রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। নতুন দুজন সদস্য হলেন- শিক্ষার্থী উপদেষ্টা ড. শারাফাত আলী এবং উপ-পরিচালক তুহিন মাহমুদ।
এর আগে, গত ১৮ আগস্ট ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি থেকে সহকারী রেজিস্ট্রার মো. নজরুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রকৌশলী এস. এম. এস্কান্দার আলী এবং ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মো. নাছিরুল ইসলাম তদন্ত কমিটি থেকে পদত্যাগ করেন।
প্রসঙ্গত, ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। পরবর্তীতে ১৩ আগস্ট রাতে ৩৪টি কম্পিউটার ঢাকার একটি হোটেল থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।