ঘোষণার ৩ মাসেও অর্থ সহায়তা পায়নি হাবিপ্রবির শিক্ষার্থীরা

১৭ আগস্ট ২০২০, ১২:০০ AM

© ফাইল ফটো

করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিলেও সেই অর্থ সহায়তা পায়নি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। গত ২১ মে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. ইমরান পারভেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় “ছাত্র-কল্যাণ তহবিল” থেকে অস্বচ্ছল শিক্ষার্থীদের এককালীন অর্থ সহায়তা দেওয়ার কথা জানানো হলেও ঘোষণার প্রায় তিন মাসেও তা এখনো আলোর মুখ দেখেনি। বিজ্ঞপ্তি প্রকাশের পর অর্থ সহায়তার জন্য আবেদনের শেষ সময় ছিলো ৫ জুন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিজ্ঞপ্তি প্রকাশের পর অর্থ সহায়তা চেয়ে আবেদন করে দুই হাজার ২০০ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪০০ জনের আবেদন প্রক্রিয়ায় ভুল ও গরমিল থাকায় তা বাতিল করা হয়।

সর্বশেষ ঈদের ছুটির আগে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ সূত্রে জানায়, এই সংক্রান্ত খাতে ছয় লাখের মতো টাকা আছে। আগস্টের ৯ তারিখ থেকে (সম্ভাব্য) সব বিভাগের অনলাইন ক্লাস শুরু হবে এবং তার পূর্বেই অনুদানের টাকা মনোনীতদের দেওয়া হবে। অনলাইনে ক্লাশ সকল বিভাগে শুরু না হওয়ায় সেই অর্থ সহায়তা পাননি আবেদন করা শিক্ষার্থীরা। যদিও বিভিন্ন বিভাগ নিজ উদ্যোগে ইতোপূর্বেই অনলাইন ক্লাস শুরু করে দিয়েছেন। 

দীর্ঘদিন অতিবাহিত হলেও সহায়তার অর্থ না দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। নাম প্রকাশ না করার শর্তে,অর্থ সহায়তার জন্য আবেদন করা ১৮ ব্যাচের পদার্থ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী জানান, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সঠিক সময়ে অনুদানের অর্থ দিতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের উচিৎ ছিলো অনলাইনে ক্লাশ শুরু হওয়ার আগেই  ঘোষণাকৃত এই অর্থ সহায়তা দেওয়া। তাদের এই বিলম্ব আমাদের আশাকে যেমন নিরাশায় পরিণত করেছে, তেমনি ক্ষোভের সঞ্চার করেছে।আমরা চাইবো বিশ্ববিদ্যালয় প্রশাসন অতিসত্ত্বর এই অর্থ সহায়তা প্রদান করবেন।

এ ব্যাপারে  ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. ইমরান পারভেজ জানান, উপাচার্য মহোদয়ের ইচ্ছা শিক্ষার্থীরা যেন এই অর্থ শিক্ষা কার্যক্রমে কাজে লাগাতে পারে। আগামী রবিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হলে এরপর দ্রুততম সময়ের মধ্যে এ অর্থ সহায়তা প্রদান করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

এদিকে আজ রবিবার (১৬ আগস্ট) একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হলেও সহায়তার অর্থ প্রদানের ব্যাপারে এখনো সুনির্দিষ্টভাবে কোন দিন তারিখ করা হয়নি বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন এবং এই জন্য একটি কমিটি কাজ করছেন বলেও জানিয়েছেন তিনি।

নির্বাচনী আইন মেনে ব্যক্তিগত আঘাত না করার প্রত্যাশা মির্জা …
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না …
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা বিদ্যুৎ চন্দ্র
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬