৯ এপ্রিল পর্যন্ত বন্ধ হাবিপ্রবির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম

২৯ মার্চ ২০২০, ১০:০৭ PM

© ফাইল ফটো

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে নানা পদক্ষেপ নিয়েছে দেশগুলো। একই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারও গ্রহণ করেছেন প্রতিরোধমূলক বিভিন্ন ব্যবস্থা।

সে হিসেবে সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের করোনো ভাইরাস থেকে নিরাপদ রাখতে বন্ধ ঘোষণা করে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( হাবিপ্রবি)। প্রথমে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকলেও ইউজিসির নির্দেশে তা বাড়িয়ে আগামী ৯ এপ্রিল পর্যন্ত ছুটি বর্ধিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক। রেজিস্ট্রার বলেন, ‘দেশের করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক পর্যায়ে না আসায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর নির্দেশনা মোতাবেক আগামী ৯ এপ্রিল পর্যন্ত ক্যাম্পাস বন্ধ রাখার সিন্ধান্ত হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক,প্রশাসনিক কার্যক্রম ও হলসমূহ বন্ধ থাকবে এবং ১১ এপ্রিল শিক্ষার্থীদের জন্য আবাসিক হলসমূহ খুলে দেয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, ‘আমাদের সকলের উচিত বন্ধের সময় অযথা বাহিরে ঘোরাফেরা না করে নিজস্ব বাসায় অবস্থান করা। সরকারি নির্দেশনা মেনে চলা । দেশের স্বার্থে আমাদের সকলের উচিত সরকারকে সহযোগিতা করা।’

মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না …
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা বিদ্যুৎ চন্দ্র
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি
  • ৩০ জানুয়ারি ২০২৬