নবীনদের বরণ করে নিলো হাবিপ্রবি গ্রীন ভয়েস

১০ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৮ PM
অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়

অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় © টিডিসি ফটো

পরিবেশবাদী যুব সংগঠন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার আয়োজনে নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

গ্রীন ভয়েসের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ড. মো. শোয়াইবুর রহমান, অধ্যাপক রোজিনা ইয়াসমিন লাকী, সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন দুরুদ ও প্রভাষক রুবায়েত আল ফেরদৌস নোমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সভাপতি মো. নাজমুল হূদা।

গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সাংগঠনিক সম্পাদক সুরাইয়া জেবিন সেঁজুতি ও সদস্য খালিদ সাইফুল্লাহ শামীমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রীন ভয়েস দিনাজপুর জেলার সমন্বয়ক মো. আব্দুল মান্নান। এসময় তিনি গ্রীন ভয়েসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার বলেন, বিশ্ববিদ্যালয়ে আসলাম আর ৪ বছর পর একটা সার্টিফিকেট নিয়ে বের হয়ে গেলাম দায়িত্ব শেষ হয়ে গেলো এমনটা ভাবার কোন সুযোগ নাই। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে নিজেদের সম্পৃক্ত করতে হবে। চাকরির বাজারের প্রতিনিয়ত প্রতিযোগিতা যেভাবে বাড়ছে তাতে নিজেদের যোগ্য প্রমাণিত করতে হলে যাদের এক্সট্রা কারিকুলাম একটিভিতে ভালো থাকবে তুলনামূলক ভাবে তারাই বেশি প্রাধান্য পাবে।

তিনি বলেন, মানবসৃষ্ট বিভিন্ন কারণে পরিবেশ দূষিত হচ্ছে ‘যার ফলে হুমকির মুখে পড়ছে আমাদের দৈনন্দিন জীবন। আর গ্রীন ভয়েস সুস্থ-সুন্দর বাসযোগ্য পরিবেশ রক্ষার দায়িত্ব নিয়ে সেই কাজটি করে যাচ্ছে। গ্রীন ভয়েসের ছোট-বড় বিভিন্ন প্রোগ্রামে আমি গিয়েছি, তাদের কার্যক্রম গুলো দেখেছি। অত্যন্ত যুক্তিযুক্ত এবং বাস্তবধর্মী কাজ গুলো তারা করছে। তোমরা যারা এর সাথে যুক্ত হয়েছে তাদের সকলের জন্য আমার শুভ কামনা থাকবে।

সভাপতির বক্তব্যে নাজমুল হুদা বলেন, ‘আমরা নবীনদের ফুল দিয়ে বরণ করে নিলে দুদিন পর সেই ফুল নষ্ট হয়ে যাবে, তাই আমরা গাছের চারা দিয়ে নবীনদের বরণ করে নিলাম। আমরা বিশ্বাস করি, গাছ একটি জীবন, আর আমরা একটি জীবন তাদের হাতে তুলে দিলাম। আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এ পৃথিবী বাসযোগ্য হয়ে টিকে থাকবে বহুকাল’।

অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬