হাবিপ্রবি কৃষি অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

০৪ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৯ PM

© টিডিসি ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০ শিক্ষাবর্ষে কৃষি অনুষদে স্নাতক প্রথমবর্ষ লেভেল-১ সেমিস্টার-১ এ ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ উক্ত পরিচিত পর্ব অনুষ্ঠান শুরু হয়। এতে কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস এর সভাপতিত্বে ও বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. মো. ইয়াছিন প্রধান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কৃষি অনুষদীয় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও নবাগত শিক্ষার্থীরা।

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধক্ষ্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার বলেন, ‘তোমরা প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের মেধার পরিচয় দিয়ে এখানে চান্স পেয়েছ। এমনি এমনি তোমাদের চান্স হয়নি। এই মেধাকে কাজে লাগিয়ে সামনে তোমাদের আরও এগিয়ে যেতে হবে। মাদক বা অপরাজনীতির সাথে জড়ানো যাবে না।’

তিনি আরো বলেন, ‘র‍্যাগিংয়ের বিরুদ্ধে প্রশাসন সব সময় জিরো টলারেন্স। র‍্যাগিংয়ের নামে তোমাদের সাথে শারীরিক বা মানসিক নির্যাতনের কোন ঘটনা ঘটলে আমাদের জানাবে। আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবো। এক্ষেত্রে অভিযোগকারীর নাম পরিচয় গোপন রাখা হবে। তোমরা নির্ভয়ে মনোযোগ দিয়ে ক্লাস-পরীক্ষা দাও। তোমাদের সকলের জন্য আমার শুভ কামনা রইলো।’ 

সভাপতির বক্তব্যে কৃষি অনুষদের ডীন বলেন, ‘সিনিয়র-জুনিয়র শ্রদ্ধাবোধ বা সৌহার্দ্য থাকা দরকার, সেটি থাকবে । পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে । তাই বলে র‍্যাগিং এর মাধ্যমে ম্যানার শেখাতে হবে এটা আমি মনে করি না।’

হুশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘কেউ র‍্যাগিং দিলে শুধু তার নাম পরিচয়টা আমাকে দিবে। সে তোমাদের একদিন র‍্যাগিং দিবে আমরা তাদের সাড়ে তিন বছর র‍্যাগ দিবো। কোন সমস্যা হলে আমার কাছে আসবে, আমি তোমাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করার চেষ্টা করবো।’

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মাঝে অনুষদ ও বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরেন কৃষি সম্প্রসারণ বিভাগের প্রভাষক রুবাইয়াত আল ফেরদৌস নোমান (সনেট)। শিক্ষককদের পাশাপাশি অনুষ্ঠানে নবীন ও প্রবীন শিক্ষার্থীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।

আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬