হাবিপ্রবি শিক্ষার্থী শিশির হত্যার বিচার দাবি

১৮ নভেম্বর ২০১৯, ১০:৪৩ PM

© টিডিসি ফটো

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শিক্ষার্থী শিশিরের মৃত্যুর রহস্য উম্মোচন করে তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় শিশিরের জানাজা নামাজ সম্পন্ন হয়। জানাজা ও মাটি দেওয়া শেষে সন্ধ্যা ৬ টার দিকে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যানারে ‘শিশির হত্যার রহস্য উম্মোচন চাই, সঠিক তদন্ত সাপেক্ষে বিচার চাই’ দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থী।

এর আগে গতকাল রবিবার (১৭ নভেম্বর) বেলা সোয়া ১২টার দিকে মুক্তাগাছা উপজেলার ঈশ্বরগ্রাম মাঝিপাড়া এলাকায় একটি পুকুর থেকে তার লাশটি উদ্ধার করে স্থানীয় প্রশাসন। আকস্মিক এই মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁকে দেখতে ময়মনসিংহ মুক্তাগাছায় ছুটে যায় তাঁর বিশ্ববিদ্যালয়ের বন্ধু, সহপাঠী ও শিক্ষকগণ।

মানববন্ধনে উপস্থিত হাবিপ্রবি ছাত্রনেতা সৈকত জানান, এই মৃত্যু স্বাভাবিক ছিলনা। শিশির সাঁতার জানতো আর তার লাশ হাটুপানিতে পাওয়া যায়। এটা পরিকল্পিত হত্যাকান্ড। আমরা সুষ্ঠ তদন্তের মাধ্যমে শিশির হত্যার বিচার চাই।

আল-আমিন নামে এক শিক্ষার্থী বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের বিচার চাই। তদন্তে প্রমাণিত হলে শিশির হত্যাকারীদের যেন ফাঁসিতে ঝুলানো হয়।

মুক্তগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বলেন, অতিশীঘ্রই তদন্ত করে হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে।

আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাজেশনের নামে ভাইবার আগে টাকা আদায়ের অভিযোগ
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য য…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ৩০ জানুয়ারি ২০২৬
রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন 
  • ৩০ জানুয়ারি ২০২৬