ডোবায় মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ

১৭ নভেম্বর ২০১৯, ০৮:২১ PM
শিহাবুল ইসলাম শিশির

শিহাবুল ইসলাম শিশির

ময়মনসিংহের মুক্তাগাছায় ডোবা থেকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার দুপুরে মুক্তাগাছা শহরের একটি ডোবা থেকে শিহাবুল ইসলাম শিশিরের মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা যায়, নিহত শিশির মুক্তাগাছা শহরের লক্ষ্মীখোলা এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য খন্দকার হাবিবুর রহমানের ছেলে। তিনি দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড প্রসেসিং বিভাগের ২য় বর্ষের ছাত্র ছিলেন।

নিহত শিশিরের বাবা খন্দকার হাবিবুর রহমান বলেন, তার ছেলে কবে, কখন বিশ্ববিদ্যালয় থেকে মুক্তাগাছায় ফিরেছে বিষয়টি তাদের জানা নেই। থানা পুলিশ তার লাশ উদ্ধারের পর তারা জানতে পারেন তাদের সন্তান মারা গেছে। এর বাইরে তিনি আর কিছুই জানেন না।

ঘটনার সত্যতা স্বীকার করে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল-আমিন বলেন, এ বছর জুন মাসে শিশির মাদকদ্রব্যসহ মুক্তাগাছা থানা পুলিশের কাছে গ্রেফতার হয়। এরপর সে জামিনে মুক্ত হয়ে আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে যায়।

পুলিশ সুপার আরো বলেন, রোববার মুক্তাগাছার একটি পুকুর থেকে শিশিরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার জামার পকেটে মাদকের আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত হয়ে ডোবায় পড়ে সে মারা গেছে।

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি মাদকাসক্ত হয়ে পড়েন শিশির। চলতি বছর জুন মাসে ময়মনসিংহের মুক্তাগাছা থানায় শিশিরের নামে মাদক মামলা হয়। ওই মামলায় সে জেলও খাটে। মাদকের টাকার জন্য তার বাবা মা’র সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। এ নিয়ে শিশিরের বাবা-মা সব সময় অশান্তিতে ভুগতেন। মাদকাসক্ত হয়ে অবাধ্য হয়ে যাওয়ায় বাবা-মায়ের সঙ্গে তার যোগাযোগ কমে যায়। পরে রোববার দুপুরে মুক্তাগাছার একটি ডোবা থেকে শিশিরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬