মিথ্যাচার-অপপ্রচারের বিরুদ্ধে হাবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন

  © টিডিসি ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে কিছু দুষ্কৃতিকারী অপপ্রচার ও মিথ্যাচারের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে উল্লেখ করে তার বিচার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ২নং গেট সংলগ্ন দিনাজপুর-রংপুর মহাসড়কের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, যারা বিভিন্ন মিথ্যা তথ্য প্রচার করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আমাদের আজকের মানববন্ধন। মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে একের পর এক যারা বিশ্ববিদ্যালয়কে নিয়ে নোংরা রাজনীতি করছেন তাঁদের সেই ষড়যন্ত্র কোনদিনই সফল হতে দেওয়া হবে না। আমরা সাধারণ শিক্ষার্থীরা তা রুখে দিবো।

এবারের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে এলাকাপ্রীতি, স্বজন প্রীতি ও নিয়োগ বাণিজ্য হয়নি বরং যারা অপপ্রচার চালাচ্ছেন তাদের আমলেই এসব হয়েছে যার স্পষ্ট প্রমাণ রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, সম্পূর্ণ অনিয়মে সাবেক ভিসি প্রফেসর রুহুল আমিনের পুত্র ও পুত্র বধূকে মেডিকেল অফিসার হিসেবে অত্র বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রদান। সেখানে বিভিন্ন মেডিকেল কলেজের ভালো শিক্ষার্থী থাকলেও তাঁদের নিয়োগ না দিয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করে নিজ ছেলে ও ছেলে বউকে নিয়োগ দেয়।

মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আতিক, জুয়েল, মুন্নাসহ প্রমুখ।

এসময় তারা বলেন, ২০১৭ সালে সাবেক ভিসি প্রফেসর রুহুল আমিন এর সভাপতিত্বে প্রগতিশীল শিক্ষক ফোরামের মিটিং চলাকালীন তারই মদদ পুষ্ট কিছু উশৃঙ্খল কর্মকর্তা ও কর্মচারীদ্বারা সম্মানিত শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তারই মদদ পুষ্ট কিছু নীতি বিবর্জিত শিক্ষক কয়েকজন ছাত্রীর শ্লীলতাহানি ঘটনা ঘটায় যা বিভিন্ন মিডিয়া প্রকাশ করে। আজ তাঁরাই বড় বড় নীতির কথা বলে বেড়ায়। আরও দুঃখ জনক ঘটনা হলো সে সময়ে (২০১৭ সালে) লাঞ্ছিত কারী শিক্ষকদের বিচার চেয়ে ছাত্রীরা সংবাদ মাধ্যমে যে বক্তব্য দেয়, সেই বক্তব্যর একটি অংশকে কাট করে সাম্প্রতিক সময়ের ঘটনা বলে প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি গণমাধ্যমে ।

শুধু তাই নয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য প্রগতিশীল নামধারী কিছু জামায়াত-বিএনপি থেকে আগত এসব শিক্ষক ভিত্তিহীন তথ্য প্রচার করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করছে। তাঁরাই আজ নিজেদের আওয়ামীপন্থী দাবি করে বিশ্ববিদ্যালয়ের কিছু সম্মানিত শিক্ষকদের বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য দিয়ে মিথ্যাচার করে বেড়াচ্ছে।

যারা এই অপপ্রচার ও মিথ্যাচার করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে যথাযথ তদন্তের মাধ্যমে বিচারের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারি দেন বক্তারা।


সর্বশেষ সংবাদ