আবরার হত্যা মামলার চার্জশিট আগামী সপ্তাহে

নিহত আবরার ও মনিরুল ইসলাম
নিহত আবরার ও মনিরুল ইসলাম  © ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা মামলার চার্জশিট আগামী সপ্তাহের মধ্যে জমা দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

শুক্রবার সকালে বিএফডিসিতে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি। বলেন, কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না। যারা গ্রেপ্তার হয়েছেন তারা কোনো রাজনৈতিক দলের কর্মী নয়। কারণ যাদের যাদের পদ-পদবি ছিল তাদের বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, দ্রুততম সময়ে যাতে চার্জশিট দেয়া হয় এবং যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের যাতে আইনের আওতায় নিয়ে আসা হয় সেরকম নির্দেশনাই আমাদের প্রতি রয়েছে।

আরো পড়ুন: ভাইয়ার সঙ্গে বড় হওয়াটা হলো না: আবরার ফাইয়াজ

২৫০ টাকায় হোটেল বয়ের কাজ করেন সিনেমা পরিচালক


সর্বশেষ সংবাদ