হাবিপ্রবি’র কেন্দ্রীয় মসজিদ সম্প্রসারণের দাবি শিক্ষার্থীদের

  © টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কেন্দ্রীয় মসজিদ সম্প্রসারণ করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সম্প্রতি বেশ কয়েকটি শুক্রবারে জুমার নামাজ পড়তে গিয়ে দেখা গেছে, জায়গায় সংকটের কারণে শতাধিক মুসল্লি মসজিদের বাহিরে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। মসজিদে মুসল্লিদের যায়গা সংকুলান না হওয়ায় তা সম্প্রসারণের দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

নামাজ শেষে মোস্তাফিজ নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আগে শিক্ষার্থী কিংবা স্টাফের সংখ্যাটা কম ছিল। সে হিসেবে কেন্দ্রীয় মসজিদের যে জায়গা, তা ঠিক ছিল। এখন শিক্ষার্থী সংখ্যা বেড়েছে, শিক্ষক-কর্মকর্তা কর্মচারীদের সংখ্যাও বেড়েছে। কিন্তু মসজিদ আগের মতোই আছে।

তিনি বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রায় ১২ হাজারের মতো শিক্ষার্থী আর কেন্দ্রীয় মসজিদের ধারণ ক্ষমতা সর্বোচ্চ ১৫০০ হতে পারে। মোট শিক্ষার্থীর তুলনায় মসজিদের আয়তন প্রায় ৮ গুণ ছোট। ফলে শুক্রবারের দিনে নামাজ পড়তে আসলেই বিড়ম্বনার শিকার হতে হয় মুসল্লিদের। নামাজে দাঁড়ানোর জন্য জায়গা পাওয়া যায় না। এসময় তিনি দ্রুত এই সংকট নিরসনের দাবি জানান।

নিয়ামুল হক সিয়াম নামে অন্য এক শিক্ষার্থী জানান, শুক্রবারের দিন নামাজে আসলে জায়গা সংকটের কারণে মসজিদের বাইরে দাঁড়িয়ে নামায পড়তে হয়। কখনো কখনো খুব রোদ এবং বৃষ্টি উপেক্ষা করতে হয় নামাজের জন্য। রোদ উপেক্ষা করে নামাজ আদায় করা গেলেও বৃষ্টি-বাদলের দিনে নামাজ পড়া খুব কষ্টকর হয়ে যায়। নামাজের আগে বৃষ্টি হলে অনেকেই জায়গা সংকটের কারণে মসজিদেও আসতে চায় না।

তবে বিশ্ববিদ্যালয়ে হল মসজিদ ছাড়া আরও দুইটি জামে মসজিদ রয়েছে। একটি কেন্দ্রীয় মসজিদ অপরটি ভেটেরিনারি মসজিদ। সেখানে মুসল্লিরা দৈনন্দিনের নামাজ ছাড়াও শুক্রবার জুমার নামাজ আদায় করে থাকেন।

মসজিদ কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক জানান, বহুতল করার ফাউন্ডেশন না থাকায় ইচ্ছে থাকলেও বৃদ্ধি করা যাচ্ছে না। এ কারণে সম্প্রসারণের কাজ শুরু করতে দেরি হচ্ছে। যতদুর জানি এটি সম্প্রসারণ করার জন্য একটি বাজেট প্রস্তাব দেয়া হয়েছে। বাজেট না আসা পর্যন্ত সাময়িকভাবে এই সংকট কমিয়ে আনার জন্য টিন বা অন্যকিছু দিয়ে বাড়ানো গেলে স্যারের সাথে কথা বলে চেষ্টা করে দেখবো।

বিশ্ববিদ্যালয় পরিকল্পনা ও কাজ উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজার রহমান বলেন, ৪২৯ কোটি টাকার একটি বাজেট একনেক এ অনুমোদনের অপেক্ষায় আছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উন্নয়ন কাজের সাথে মসজিদ সম্প্রসারণের জন্যও বাজেট দেয়া হয়েছে। আশা করছি খুব দ্রুত আমরা বাজেটটি পেয়ে যাবো। বাজেটটি পেলে দ্রুত মসজিদ সম্প্রসারণের কাজ শুরু করা হবে।


সর্বশেষ সংবাদ