কাল থেকে আবারো আন্দোলনে নামছে বুয়েটের শিক্ষার্থীরা

১৪ অক্টোবর ২০১৯, ০৩:৫১ PM
আন্দোলনরত শিক্ষার্থীর চোখে পানি

আন্দোলনরত শিক্ষার্থীর চোখে পানি © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যার বিচারসহ ১০ দফা দাবিতে মঙ্গলবার থেকে আবারও আন্দোলনে নামছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১৪ অক্টোবর) বুয়েটের ভর্তি পরীক্ষা চলাকালীন বুয়েটের শহীদ মিনারের সামনে গণস্বাক্ষর কর্মসূচি পালনের সময় একথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে আবরার ফাহাদের খুনিদের বিচারসহ ১০ দফা দাবিতে টানা ৬দিন ধরে আন্দোলন করছিল শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে তারা তাদের আন্দোলন ২দিনের জন্য শিথিল করেছিল।

গণস্বাক্ষর কর্মসূচি পালন করা অবস্থায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা জানান, ভর্তি পরীক্ষা উপলক্ষে তাদের আন্দোলন দুই দিনের জন্য শিথিল করা হয়েছিল। যেহেতু সেই দুদিন আজ শেষ হয়ে যাচ্ছে তাই আগামীকাল থেকে (মঙ্গলবার) থেকে আমরা আবারও আন্দোলন শুরু করবো। তারা আরও বলেন, আমাদের দাবি ১০ দফা। এই ১০ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

উল্লেখ্য, শনিবার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবরার ফাহাদ বাংলাদেশ এবং ভারতের মধ্যকার চুক্তি নিয়ে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসের কারণ জানতে রাত আটটার দিকে শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে আবরার ফাহাদকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর শেরে বাংলা হলের ২০১১ নম্বর রুমে নিয়ে আবরারকে বেধরক পেটানো হয়। শনিবার দিবাগত রাত দুইটার দিকে শেরেবাংলা হলে একতলায় এবং দ্বিতীয় তলার মাঝখানের ফাঁকা জায়গায় আবরার ফাহাদের নিথরদেহ পড়ে থাকতে দেখা যায়। হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে এজাহারভুক্ত ১৫ জন রয়েছেন। পুলিশের তদন্তে নাম আসায় বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা
  • ৩১ জানুয়ারি ২০২৬