যারা আবরার হত্যার বিচার চায় তারা আমার ছেলে: আবরারের মা

১৪ অক্টোবর ২০১৯, ১০:৫৭ AM

শোকের পাথর বুকে নিয়ে এখনও ডুকরে ডুকরে কাঁদছেন ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের মা রোকেয়া বেগম। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার ছেলের জন্য আজ সারা দেশের ছেলেরা মাঠে নামছে। আমার ছেলে চলে গেছে, কিন্তু তারা সবাই আমার সন্তান। আমি চাই তাদের উপর যেন কোথাও কোনো অত্যাচার করা না হয়।

আবরারের মা বলেন, আমার ছেলের ওপর যা ঘটেছে তার সবই ভিডিও ফুটেজে আছে। এরপরও কি তার নিশ্চিত হতে পারছে না যে কারা মেরেছে, এরাতো সবাই চিহ্নিতই হয়ে গেছে, এদের জন্য কি কোর্টের দীর্ঘ প্রক্রিয়ার রায়ের জন্য অপেক্ষা করতে হবে? এদের বিচার করতে তো কোর্টের দীর্ঘ সময় অপেক্ষার দরকার নেই।

তিনি বলেন, আমার সোনার টুকরা ছেলে, যার বিরুদ্ধে কোনোদিন একটা খারাপ আচরণের অভিযোগ নেই, তাকে পিটিয়ে মেরেছে, তাদের বিচার কেন দ্রুত হবে না? এর জন্য কেন আজ আমাকে কোর্টের বিচারের অপেক্ষায় থাকতে হবে? আমি চাই অতি দ্রুত তাদের সর্বোচ্চ শাস্তির জায়গাতে পৌঁছে দেয়া হোক।

প্রসঙ্গত, ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় খুন হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ। ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করে গত ৫ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফাহাদ।

এর জেরে পরদিন ৬ অক্টোবর রাতে শেরেবাংলা হলের নিজের ১০১১ নম্বর কক্ষ থেকে তাকে ডেকে নিয়ে ২০১১ নম্বর কক্ষে বেধড়ক পেটানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিটুনির সময় নিহত আবরারকে ‘শিবিরকর্মী’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালায় খুনিরা।

একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা
  • ৩১ জানুয়ারি ২০২৬