ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতি রাবিপ্রবি
- আহসান হাবিব, রাবিপ্রবি
- প্রকাশ: ০৩ আগস্ট ২০১৯, ০৪:০৭ PM , আপডেট: ০৩ আগস্ট ২০১৯, ০৫:০৯ PM
ডেঙ্গুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে প্রায় ২৫জন শিক্ষার্থীর প্রাণহানির ঘটনা ঘটেছে। বিপুল সংখ্যক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। দেশের সার্বিক এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ইতিমধ্যে অগ্রিম প্রস্তুতি গ্রহণ করেছে।
রাবিপ্রবি সিএসটি বিভাগের সহকারী অধ্যাপক ধীমান শর্মা বলেন, শিক্ষার্থীদের মশারির ব্যবহার নিশ্চিতসহ প্রত্যেকটি কক্ষ পরিষ্কার বিষয়ে নির্দেশ প্রদান করা হয়েছে। পাশাপাশি হলের ড্রেজিং ব্যবস্থাসহ সার্বিক দিক পরিষ্কারের বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে।
তিনি বলেন, যেহেতু ডেঙ্গু রাঙ্গামাটিতে তেমনিভাবে প্রভাব বিস্তার করতে পারে নি, তাই স্বাভাবিক ভাবেই চলছে রাবিপ্রবি হলের কার্যক্রম। তবে ভবিষ্যতে যেকোনো ধরনের সমস্যা দেখা দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত বলেও জানান এ অধ্যাপক।