নোবিপ্রবি থেকেও একদিন ম্যারাডোনা তৈরি হবে!

২৯ জুলাই ২০১৯, ০৮:২৫ PM

© টিডিসি ফটো

একদিন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) থেকেও ম্যারাডোনা তৈরি হবে বলে মন্তব্য করেছেন  ট্রেজারার অধ্যাপক ফারুক উদ্দিন। সোমবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শরীরচর্চা বিভাগের আয়োজনে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘শরীরচর্চা বিভাগের এসব আয়োজনে আমাদের শিক্ষার্থীরা খেলাধুলায় উৎসাহী হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাসহ বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।’

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কৃষি বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সভাপতি গাজী মুহাম্মদ মহসীন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষদসমূহের ডীন, বিভাগসমুহের চেয়ারম্যান এবং বিভিন্ন বিভাগের শিক্ষকগণ।

উদ্ধোধন শেষে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু হয়। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় এনভায়রনমেন্ট সায়েন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট বনাম ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এর মধ্যে। এতে ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগ ৩-০ গোলে বিজয়ী হয়।

 

৯ম পে স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপনের দাবিতে নোবিপ্রবিতে বিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
অসংক্রামক রোগ প্রতিরোধে নজরুল কলেজে রেড ক্রিসেন্টের র‍্যালি
  • ২৯ জানুয়ারি ২০২৬
আয়কর রিটার্নের সময় বাড়ল ১৫ দিন
  • ২৯ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে পড়ুন সূর্যোদয়ের দেশ জাপানে, আবেদন স্নাতকোত্তর-প…
  • ২৯ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
  • ২৯ জানুয়ারি ২০২৬
আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব: এমপি প্রা…
  • ২৯ জানুয়ারি ২০২৬