নোবিপ্রবি দিবস আজ

১৪ জুলাই ২০১৯, ১০:১৯ PM

© টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) দিবস আজ। ২০০১ সালে জাতীয় সংসদে নোবিপ্রবি আইন পাশ হয়। সে অনুযায়ী এবার নোবিপ্রবির ১৯তম বর্ষে পদার্পণ করেছে। ১৯তম বিশ্ববিদ্যালয় দিবসে নানা আয়োজনে মুখরিত হচ্ছে নোবিপ্রবি ক্যাম্পাস।

সোমবার সারাদিনের আয়োজনকে দুই পর্বে ভাগ করা হয়েছে। ১ম পর্বে সকাল ৯টায় উদ্বোধন ঘোষণা করার পর রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা এবং দোয়া ও মুনাজাতের মাধ্যমে ১ম পর্ব শেষ। ২য় পর্বে বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ কর্তৃক রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রসঙ্গত দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্যতম একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি নোয়াখালীর মাইজদী শহর থেকে ৮ কিলোমিটার দক্ষিণে নোয়াখালী ইউনিয়নে অবস্থিত। ২০০১ সালের ১৫ জুলাই দেশের ২৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে সংসদে আইন পাশ হয় নোবিপ্রবির। পরবর্তীতে ২০০৬ সালে দক্ষিণ-পূর্বাঞ্চলের এ বিশ্ববিদ্যালয় তার একাডেমিক কার্যক্রম শুরু করে। সর্বশেষ এখানে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১৪ তম ব্যাচ পদার্পণ করে।

নোয়াখালীর এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে ১৩ জন শিক্ষক, ৪০ জন কর্মকর্তা-কর্মচারী ও ৪ টি বিভাগে ১৮০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয়। বর্তমানে ছয়টি অনুষদ (প্রকৌশলী ও প্রযুক্তি অনুষদ, বিজ্ঞান অনুষদ, সমাজবিজ্ঞান ও কলা অনুষদ, ব্যবসা অনুষদ, শিক্ষা বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ) ও দুইটি ইনস্টিটিউট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স) এর অধীনে ৩০টি বিভাগে পাঠদান চলছে।

শিক্ষার্থীদের থাকার জন্য রয়েছে তিনটি আবাসিক হল। এছাড়া নতুন দুটি হলের একটি উদ্বোধন হলে ও শিক্ষার্থীদের উঠাতে সময় নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বাকি একটিতে কাজ প্রায় শেষের দিকে।

৯ম পে স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপনের দাবিতে নোবিপ্রবিতে বিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
অসংক্রামক রোগ প্রতিরোধে নজরুল কলেজে রেড ক্রিসেন্টের র‍্যালি
  • ২৯ জানুয়ারি ২০২৬
আয়কর রিটার্নের সময় বাড়ল ১৫ দিন
  • ২৯ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে পড়ুন সূর্যোদয়ের দেশ জাপানে, আবেদন স্নাতকোত্তর-প…
  • ২৯ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
  • ২৯ জানুয়ারি ২০২৬
আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব: এমপি প্রা…
  • ২৯ জানুয়ারি ২০২৬