নোবিপ্রবি বিএলডব্লিউএস বিভাগের নতুন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান

০৪ জুলাই ২০১৯, ০৬:৩৬ PM

© টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বাংলাদেশ এন্ড লিবারেশন ওয়্যার স্টাডিজ (বিএলডব্লিউএস) বিভাগের নতুন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান নিয়োগ পেয়েছন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্র. মু. মমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের কথা জানানো হয়েছে।

এর আগে ড. দিব্যদ্যুতি সরকার এক বছরের জন্য শিক্ষা ছুটিতে যাওয়ায় পদটি শূন্য হয়ে যায়। ফলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ওই বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

দায়িত্ব পেয়ে বিভাগটি সম্পর্কে তার পরিকল্পনা সম্পর্কে বলেন, এ বিভাগের নাম বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ। আমার টার্গেট এ বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেয়া। আর সকলের নিকট মুক্তিযুদ্ধের আসল সত্যকে তুলে ধরা। সকলের সহায়তায় আমি এ বিভাগটিকে এগিয়ে নিতে চাই।

প্রসঙ্গত বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের কার্যক্রম শুরু হয় ২০১৬ থেকে। শুরুর পর থেকে মোস্তাফিজুর রহমান এ বিভাগের শিক্ষক ছিলেন।

মোস্তাফিজুর রহমান বাগেরহাটের স্বনামধন্য শিক্ষক মাস্টার রফিকুল ইসলামের ছেলে। তিনি রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ করেন। হাজী মুহাম্মদ মহসীন কলেজ, চট্টগ্রাম থেকে উচ্চ মাধ্যমিকে সফলতার সাথে উত্তীর্ণ হন। এরপর ২০০৮-০৯ সেশনে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। সেখান থেকে সফলতার সাথে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন।

শেরপুরের ঘটনায় ইউএনও-ওসি প্রত্যাহার
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যাসহ নির্বাচনকালীন নারী অবমাননার প্রতিবাদ
  • ২৯ জানুয়ারি ২০২৬
রিট খারিজ, কাল ৫০তম বিসিএস পরীক্ষা হতে বাধা নেই
  • ২৯ জানুয়ারি ২০২৬
ছেলের কবর দেখে নির্বাক সেই জামায়াত নেতার বৃদ্ধ বাবা
  • ২৯ জানুয়ারি ২০২৬
ক্রিকেট দল না গেলেও যাচ্ছে শুটিং দল, সামাজিক যোগাযোগমাধ্যমে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ৫ তথ্য চাইল মন্ত্রণালয়
  • ২৯ জানুয়ারি ২০২৬