নোবিপ্রবি বিএলডব্লিউএস বিভাগের নতুন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান

০৪ জুলাই ২০১৯, ০৬:৩৬ PM

© টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বাংলাদেশ এন্ড লিবারেশন ওয়্যার স্টাডিজ (বিএলডব্লিউএস) বিভাগের নতুন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান নিয়োগ পেয়েছন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্র. মু. মমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের কথা জানানো হয়েছে।

এর আগে ড. দিব্যদ্যুতি সরকার এক বছরের জন্য শিক্ষা ছুটিতে যাওয়ায় পদটি শূন্য হয়ে যায়। ফলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ওই বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

দায়িত্ব পেয়ে বিভাগটি সম্পর্কে তার পরিকল্পনা সম্পর্কে বলেন, এ বিভাগের নাম বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ। আমার টার্গেট এ বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেয়া। আর সকলের নিকট মুক্তিযুদ্ধের আসল সত্যকে তুলে ধরা। সকলের সহায়তায় আমি এ বিভাগটিকে এগিয়ে নিতে চাই।

প্রসঙ্গত বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের কার্যক্রম শুরু হয় ২০১৬ থেকে। শুরুর পর থেকে মোস্তাফিজুর রহমান এ বিভাগের শিক্ষক ছিলেন।

মোস্তাফিজুর রহমান বাগেরহাটের স্বনামধন্য শিক্ষক মাস্টার রফিকুল ইসলামের ছেলে। তিনি রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ করেন। হাজী মুহাম্মদ মহসীন কলেজ, চট্টগ্রাম থেকে উচ্চ মাধ্যমিকে সফলতার সাথে উত্তীর্ণ হন। এরপর ২০০৮-০৯ সেশনে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। সেখান থেকে সফলতার সাথে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন।

৯ম পে স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপনের দাবিতে নোবিপ্রবিতে বিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
অসংক্রামক রোগ প্রতিরোধে নজরুল কলেজে রেড ক্রিসেন্টের র‍্যালি
  • ২৯ জানুয়ারি ২০২৬
আয়কর রিটার্নের সময় বাড়ল ১৫ দিন
  • ২৯ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে পড়ুন সূর্যোদয়ের দেশ জাপানে, আবেদন স্নাতকোত্তর-প…
  • ২৯ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
  • ২৯ জানুয়ারি ২০২৬
আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব: এমপি প্রা…
  • ২৯ জানুয়ারি ২০২৬