শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে হাবিপ্রবি ছাত্রলীগ

© টিডিসি ফটো

সাধারণ শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় এবং ন্যায্য অধিকার আদায়ে পাশে থাকার ঘোষণা দিয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগ। বাজেট পরবর্তী ও বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া আনন্দ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা এসব কথা বলেন।

সোমবার দুপুর ১২ টায় প্রশাসনিক ভবনের পার্শ্ব থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর দিনাজপুর-ঢাকা মহাসড়ক হয়ে পুনরায় প্রশাসনিক ভবনে সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ছাত্রনেতা সাজিদুর রহমান সৈকতের সঞ্চালনায় বক্তব্য রাখেন শেখ রাসেল হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোরশেদুল আলম রনি এবং শেখ রাসেল সম্প্রসারণ হল শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য রিয়াদ খান।

এ সময় তারা বলেন , বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় ইতোপূর্বেও পাশে ছিল আগামীতেও পাশে থাকবে। এসময় বক্তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে শিক্ষক সংকট, ক্লাস রুম, ল্যাব সংকটসহ ১নং গেটের রাস্তা মেরামত করণে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

বক্তারা বলেন, যারা বিভিন্ন সময় প্রোপাগান্ডা চালিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া, ক্যাম্পাসে কেউ অরাজকতার সৃষ্টির অপচেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলেও জানান তাঁরা। এসময় বক্তারা মাদক, চোরাকারবারির সাথে জড়িতদের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ গড়ে তোলারও আহ্বান জানান।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন শেখ রাসেল হল শাখা ছাত্রলীগের সভাপতি রুহুল কুদ্দুস জোহা, শেখ রাসেল সম্প্রসারণ হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ধনেশ পাল, তাজউদ্দিন আহমেদ হল শাখা ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম সজল, জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগ নেতা ইলিয়াস দেওয়ানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের কয়েকশত নেতা কর্মী।

বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬