মাভাবিপ্রবির ১৮তম ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী অনুষ্ঠান শুরু
- মাভাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ PM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ১৮তম ব্যাচের শিক্ষার্থীদের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী অনুষ্ঠান শুরু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) এক বর্ণিল র্যালির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম।
উদ্বোধনী বক্তব্যে প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন বলেন, ‘সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যৎ কর্মজীবনে প্রবেশের এক গুরুত্বপূর্ণ দোরগোড়ার নাম এই শিক্ষা সমাপনী অনুষ্ঠান। আনন্দঘন এই আয়োজন বিশেষ করে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার হিসেবে তোমরা যারা এগিয়ে যাবে, তাদের প্রতি রইলো আমার আন্তরিক শুভকামনা। ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে তোমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছ, সে পথ ধরে এগিয়ে যাক তোমাদের যাত্রা। শিক্ষা, সংস্কৃতি ও গবেষণার উৎকর্ষে মাভাবিপ্রবি আজ অনেক দূর এগিয়ে গেছে।’
তিন দিনব্যাপী উৎসবের প্রথম দিনে ছিল র্যালি ও বর্ণিল কালার ফেস্ট। দ্বিতীয় দিনে রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। তৃতীয় দিন সাজানো হয়েছে দেশের স্বনামধন্য শিল্পীদের ব্যান্ড পারফরম্যান্সে।
জানা গেছে, শেষ দিনের ব্যান্ড কনসার্টে থাকছে জনপ্রিয় ব্যান্ড Warfez, Nemesis ও Karnival, পাশাপাশি থাকছে ক্যাম্পাসের নিজস্ব ব্র্যান্ড।