চুয়েটে ‘পারভিয়াস কংক্রিট উৎসব–২০২৫’ অনুষ্ঠিত

০৯ নভেম্বর ২০২৫, ১২:০৪ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৫, ১২:৫৮ PM
চুয়েটে অনুষ্ঠিত দেশের পরিব্যাপ্ত কংক্রিট তৈরির প্রতিযোগিতা

চুয়েটে অনুষ্ঠিত দেশের পরিব্যাপ্ত কংক্রিট তৈরির প্রতিযোগিতা © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রথম পরিব্যাপ্ত কংক্রিট তৈরির প্রতিযোগিতা ‘পারভিয়াস কংক্রিট উৎসব–২০২৫’। বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল ভবনে ১ ও ৮ নভেম্বর আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট (এএসআই)–এর চুয়েট শাখার উদ্যোগে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ৩১ দলের প্রায় শতাধিক শিক্ষার্থী।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রথম দিনে সূক্ষ্ম বালিজাতীয় উপাদান ছাড়া কংক্রিট ঢালাই তৈরি করেন। সিমেন্ট, পাথর জাতীয় উপাদান, পানি ও অন্যান্য উপাদানের সমন্বয়ে পরিব্যাপ্ত কংক্রিট ঢালাই তৈরি করে তা আর্দ্র অবস্থায় রেখে দেয়া হয়। পরবর্তীতে প্রতিযোগী দলগুলোর মধ্যে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢালাইকৃত কংক্রিটকে সাতদিন আর্দ্র অবস্থায় রাখার পর শনিবার (৮ নভেম্বর) কংক্রিটের টানসহ্য ক্ষমতা ও জলপ্রবেশ্যতা পরীক্ষা করা হয়।

একইদিনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য ও তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, পুরকৌশল বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. আয়শা আকতার, আয়োজক সংগঠনের অনুষদ উপদেষ্টা ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. আসিফুর রহমান, মো. মিরাজুল ইসলাম ও একই বিভাগের প্রভাষক ফাহিম শাহরিয়ার।

চূড়ান্ত ফলাফলে ‘টিম ইকোমিক্স’ বিজয়ী হয়।বিজয়ী দলের সদস্যরা হলেন কামরুল আলম সিয়াম, আরিফ মানসুর, মাহমুদ হোসেন ও সায়মা বিনতে আলম সাবা। দ্বিতীয় স্থান অর্জন করে ‘স্ট্রাকচারাল স্কোয়ার্ড’, আর তৃতীয় হয় ‘কংক্রিট ওয়্যারহাউস’।

আরও পড়ুন : ট্রাস্টি বোর্ডে একই পরিবারের ৫ জনের বেশি সদস্য নয়

এ ব্যাপারে আয়োজক এসিআই, চুয়েট এর সভাপতি আসহাব লাবিব জানান, ‘বাংলাদেশে প্রথমবার আন্তর্জাতিক আদলে এই প্রতিযোগিতা আমরা আয়োজনে করেছি৷ আমাদের সংগঠনের সদস্যদের পরিশ্রম, আমাদের অনুষদ উপদেষ্টা স্যারের নির্দেশনা ও প্রশাসনের সহায়তা ছাড়া এ সফল আয়োজন সম্ভব হতো না। আমরা চাই, ভবিষ্যতে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে এসব প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের নাম উজ্জ্বল করুক। এর জন্যই আমাদের এই প্রচেষ্টা।’ 

আয়োজক সংগঠনের অনুষদ উপদেষ্টা পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম বলেন, ‘পারভিয়াস কংক্রিট প্রতিযোগিতার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা টেকসই ও পরিবেশবান্ধব কংক্রিট প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছে। সাধারণত এ ধরনের কংক্রিট দুটি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়—বৃষ্টির পানি মাটির নিচে প্রবেশ করে ভূগর্ভস্থ পানির স্তর পুনরায় পূরণ করতে সহায়তা করা এবং পর্যাপ্ত শক্তিমত্তা বজায় রেখে পরিবেশবান্ধব নির্মাণ নিশ্চিত করা। ফলে এই ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রকৌশলীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণায় উৎসাহিত করবে।’

অংশগ্রহণকারী প্রতিযোগী পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিয়াম হায়দার বলেন, ‘এ প্রতিযোগিতায় এমন উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে বেশ ভালো লাগছে। নতুন কিছু শিখতে পারছি। এ ধরনের আয়োজন আমাদের জ্ঞানার্জনে বেশ ভূমিকা রাখবে।’

আরেক প্রতিযোগী একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাহিম নুজহাত জাহিন বলেন, ‘একাডেমিক পড়াশোনার বাইরে গিয়ে নিজের শেখা জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার জন্য আজকের এই প্রতিযোগিতা ছিল একটা বড় সুযোগ। কংক্রিট মিক্স ডিজাইন থেকে শুরু করে ব্যবহারিক পর্যায়ের কাজগুলো করতে গিয়ে অনেক বাস্তব জ্ঞান অর্জন করতে পেরেছি। বুঝতে পেরেছি তত্ত্বের সাথে বাস্তবের সংযোগ। এমন প্রতিযোগিতা আয়োজনের জন্য এসিআই চুয়েটের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।’

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ভারত
  • ১৫ জানুয়ারি ২০২৬
বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেবে না ইরান
  • ১৫ জানুয়ারি ২০২৬
রাবির ভর্তি পরীক্ষা শুরু কাল, বেশি প্রতিযোগী ‘সি’ ইউনিটে
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘চাঁদাবাজ ডটকম’ ওয়েবসাইট চালু করার ঘোষণা দিলেন এনসিপি নেতা …
  • ১৫ জানুয়ারি ২০২৬
৫০ বছর অপেক্ষার পর আফকন ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ সেনেগাল
  • ১৫ জানুয়ারি ২০২৬
কলেজ শিক্ষকদের চাকরির শর্তে পরিবর্তন আনল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9