হাবিপ্রবির টিএসসিতে এসি স্থাপন করলেও নেই পর্যাপ্ত বসার জায়গা, ভোগান্তিতে শিক্ষার্থীরা
- হাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৩:৪০ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এসি স্থাপন করলেও আসন সংকট কাটেনি; ফলে শিক্ষার্থীরা প্রত্যাশিত স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত হচ্ছেন প্রতিদিন।
টিএসসি ক্যাম্পাসের সাংস্কৃতিক, আড্ডা ও অবসর সময় কাটানোর অন্যতম প্রাণকেন্দ্র। সম্প্রতি এখানে আধুনিক এয়ার কন্ডিশনার (এসি) স্থাপন করা হলেও পর্যাপ্ত আসন না থাকায় শিক্ষার্থীরা সেই সুবিধা পুরোপুরি উপভোগ করতে পারছেন না।
প্রায় ১২ হাজার শিক্ষার্থীর জন্য বরাদ্দ শুধু নিচতলা। প্রতিদিন শত শত শিক্ষার্থী টিএসসিতে সময় কাটাতে এলেও বসার জায়গার তীব্র সংকটে অনেকে দেয়ালে হেলান দিয়ে বা মেঝেতে বসে থাকতে বাধ্য হচ্ছেন।
শিক্ষার্থী আবরার বলেন, ‘এসি লাগানো ভালো উদ্যোগ, কিন্তু বসার জায়গা না থাকলে এর সুবিধা পুরোপুরি পাওয়া যায় না।‘
আরেক শিক্ষার্থী কাইয়ুম বলেন, ‘প্রথমে চেয়ারের ব্যবস্থা হবে ভেবেছিলাম, কিন্তু এখন এসির ঠান্ডা বাতাস আছে, বসার জায়গা নেই।‘
সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। কেউ লিখেছেন ‘চেয়ার নাই, জায়গা নাই, কিন্তু ঘর ঠান্ডা! এই উন্নয়ন কতটা কার্যকর?’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান বলেন, ‘অপরিকল্পিতভাবে এসি বসানো হয়নি। ফিজিবিলিটি এনালাইসিস ও সংস্কারের পরই স্থাপন করা হয়েছে। চেয়ারের বিষয়েও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।‘
তবে শিক্ষার্থীরা জানান, সংস্কার পরিকল্পনায় তাদের মতামত নেওয়া হয়নি। পাশাপাশি এসি বসানোর পর টিএসসির খোলা থাকার সময়সীমা সীমিত করা হয়েছে, শুক্রবার বন্ধ রাখা হচ্ছে। শীতকাল ঘনিয়ে এলে সাংস্কৃতিক আয়োজনে টিএসসির ব্যবহার বাড়লেও আসন সংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করছেন শিক্ষক ও সংগঠনের সদস্যরা।