টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে জায়গা হয়নি হাবিপ্রবির

১০ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ AM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬’-এ বাংলাদেশ থেকে ২৮ টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিলেও স্থান হয়নি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি)। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে এ র‌্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। প্রকাশিত এ তালিকাটি বিশ্লেষণ করে দেখা যায়, ২৮ টির মধ্যে ১৯টি বিশ্ববিদ্যালয় সরাসরি র‍্যাঙ্কিংয়ে এবং বাকি ৯টি বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে তালিকায় জায়গা পেয়েছে। তবে সবগুলোর অবস্থান ৮০০-এর পরে। 

তালিকা থেকে দেখা যায়, এবারে দেশ থেকে তিনটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। এরমধ্যে ১০০১ থেকে ১২০০ এরমধ্যে স্থান পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় যথাক্রমে ২০০৭ এবং ১৯৯৯ সালে। এছাড়াও ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে জায়গা পেয়েছে ১২০১ থেকে ১৫০০ এর মধ্যে। কিন্তু তালিকায় স্থান হয়নি ২০০২ সাল থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে কার্যক্রম শুরু করা হাবিপ্রবির। এর আগে ২০২৪ সালে ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিলো ১৫০১+ ব্যান্ডে, যা ছিলো প্রথমবারের মতো র‍্যাংকিংয়ে আসা। এরপর ২০২৫ এবং ২০২৬ কোনবারই আর র‍্যাংকিংয়ে আসতে পারেনি বিশ্ববিদ্যালয়টি।

তবে বিশ্ববিদ্যালয়টিকে দেশীয় এবং আন্তর্জাতিক নানা সূচকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্তৃপক্ষ কার্যক্রম গ্রহণ করছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. সাইফুল হুদা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও র‍্যাংকিং বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে, তার মধ্যে শিক্ষক শিক্ষার্থী কর্মচারী কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের ট্রেনিং অন্যতম। আমরা দায়িত্ব গ্রহণের পর সব কিছু বুঝে উঠতে এবং গোছাতে প্রায় ৪ মাস চলে গেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য ইতোমধ্যেই বেশকিছু ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা করেছি। সামনে বছর আরো বৃহৎ পরিসরে বিভিন্ন প্রোগ্রামের পরিকল্পনা হাতে নিয়েছি।

উল্লেখ্য, শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থী সহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে র‍্যাঙ্কিং করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী 'টাইমস হায়ার এডুকেশন'। এবারের র‍্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে।

ওয়ালটন নেবে বিজনেস এক্সপানশন অফিসার, পদ ১০, আবেদন শেষ ২৩ জ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রংপুরের অধিনায়কত্ব ছাড়লেন সোহান, নেতৃত্বে লিটন দাস
  • ১৬ জানুয়ারি ২০২৬
উত্তরায় আবাসিক ভবনে আগুনে নিহত ৫
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাকা ছেড়েছেন চরমোনাই পীর, জোটে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে শ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ব্যাংক এশিয়া নিয়োগ দেবে রিলেশনশিপ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, জেনে নিন খুঁটিনাটি
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9