ইউজিসির সদস্য হলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

অধ্যাপক ড. পেয়ার আহমেদ
অধ্যাপক ড. পেয়ার আহমেদ  © সংগৃহীত

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহমেদ খণ্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন। আগামীকাল ৫ অক্টোবর থেকে পরবর্তী দুই বছরের জন্য তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে।

ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে উপাচার্যকে বিষয়টি অবহিত করা হয়।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ (প্রেসিডেন্টস অর্ডার নং ১০ অব ১৯৭১)-এর ৪(১) (সি) ও ৪(৪) ধারার বিধান অনুসারে গৃহীত কমিশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ০৫-১০-২০২৫ তারিখ থেকে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন্যের খন্ডকালীন সদস্য মনোনীত করা হয়েছে হয়েছে।

অধ্যাপক পেয়ার আহমেদ ২০২৪ সালের ৭ নভেম্বর চাবিপ্রবি উপাচার্য হিসেবে নিয়োগ পান। এর আগে ২০১২ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে যোগদান করেন। পরে ২০১৮ সালে বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে গ্রেড-১ অধ্যাপক হিসেবে উন্নীত হন এই অধ্যাপক। তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, একাডেমিক কাউন্সিল সদস্য, বিশ্ববিদ্যালয়ের রুলস এন্ড রেগুলেশন প্রণয়ন সদস্যসহ আরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ড. পেয়ার আহমেদ এর আগে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (ঢাকা ক্যাম্পাস), আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইয়ামাগাটা বিশ্ববিদ্যালয় (জাপান)-সহ দেশ ও দেশের বাইরে ১৪টি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। দেশী -বিদেশী জার্নালে তার ৫৯টির বেশি গবেষণা পত্র রয়েছে এবং বিভিন্ন পর্যায়ে তার লেখা কয়েকটি পাঠ্য-পুস্তক রয়েছে।


সর্বশেষ সংবাদ