ভেটেরিনারি দিবস
© টিডিসি ফটো
‘ভ্যালু অব ভ্যাকসিনেশন’ (ভ্যাকসিনের গুরত্ব) প্রতিপাদ্যে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশন, হাবিপ্রবির শাখার আয়োজনে সারা দেশের ন্যায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে বিশ্ব ভেটেরিনারি দিবস।
দিবসটি পালনে এসোসিয়েশনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। পূর্বের রাতে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদীয় ভবনকে আলোক সজ্জায় সজ্জিত এবং ওয়াল্ড ভেটেরিনারি লিখে ফানুস ,আতশবাজি ও কাউন্টডাউন করা হয় ।
শনিবার ২৭ এপ্রিল দিবসটি পালনের লক্ষ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.আক্তারুল ইসলাম ও সহ-সভাপতি সাগর রায় ডিংকুর নেতৃত্বে খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বিনামূল্যে টিকাদান ও চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ভেটেরিনারি অনুষদীয় শিক্ষার্থীদের সহযোগিতায় সংশ্লিষ্ট এলাকার প্রায় ৩৫০টি গোবাদি পশুকে বিনামূল্যে বাদলা, তড়কা, ক্ষুরা ও পিপিআর রোগের টিকা প্রদান করা হয়। এসময় তাদের সহযোগিতা করেন ভেটেরিনারি সার্জন মো.আসাদুজ্জামান জেমি।
ভ্যাকসিনেশন ক্যাম্প শেষে বেলা ১০টায় অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোসা. আফরোজা খাতুনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।এতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ,ট্রেজারার,রেজিস্ট্রার প্রক্টরসহ ভেটেরিনারি অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহণ করেন ।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোসা. আফরোজা খাতুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম ,ট্রেজারার প্রফেসর ড.বিধান চন্দ্র হালদার,রেজিস্ট্রার প্রফেসর ডা. মো.ফজলুল হক।
.jpg)
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, প্রতিবছর বাসা-বাড়ি কল-কারখানা নির্মাণের কারণে উল্লেখযোগ্যভাবে ফসল উৎপাদনের জায়গা জমি কমে যাচ্ছে। চাইলেও এই জায়গা বাড়ানো সম্ভব না। এই জায়গাগুলো এখন ভেটেরিনারিদের দখলে যাচ্ছে। তাদের মাধ্যমে গোবাদি পশু ও পোল্ট্রি শিল্পের উন্নয়ন ঘটছে। এতে দেশের অর্থনীতিতে তারা একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বর্তমানে একটা গাভীর দাম প্রায় ১ থেকে দেড় লাখ টাকা। গাভী পালন করেই অনেক পরিবার চলে। কোন কারণে গাভীটি অসুস্থ হয়ে মারা গেলে সেই পরিবারকে নিঃস্ব হতে হয়। তাই কোন গবাদি পশুর ক্ষতি না হয় সেজন্য রোগ-বালাই প্রতিরোধের বিকল্প নেই বলে আমি মনে করি। কথায় আছে ‘ prevention is better than cure’। ‘ভ্যালু অব ভ্যাক্সিনেশন প্রতিপাদ্যে’সারা বিশ্বে আজ যে দিবসটি পালিত হচ্ছে আমি তার উত্তরোত্তর সফলতা কামনা করছি ।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিবসটির সমাপ্তি করা হয় ।