ডিজিটাল ইউনিভার্সিটিতে ‘রোবোটিক্স ক্লাব’র কমিটি গঠন

৩১ আগস্ট ২০২৫, ০৭:০৮ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:১৮ PM
প্রথম কার্যনির্বাহী কমিটির সদস্যরা

প্রথম কার্যনির্বাহী কমিটির সদস্যরা © টিডিসি ফটো

গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির (জিডিইউ) শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি রোবোটিক্স ক্লাব’র প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কমিটি গঠন উপলক্ষ্যে নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেন।

তিনঘণ্টা ভোটগ্রহণ শেষে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো: মুরসালিন হোসেন মিশাত ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো: জোনায়েদ হোসেন এবং ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন ওয়াসিফ অযান নাফিজ।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের আইওটি অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সৌরভ চন্দ্র দাস। ক্লাবটির অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন একই বিভাগের প্রভাষক মোঃ আশিকুচ্ছালেহীন।

নির্বাচন শেষে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ নির্বাচন আয়োজিত হওয়ায় আমি আনন্দিত। রোবোটিক্স ক্লাব কেবল প্রযুক্তি চর্চার ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না, এটি শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা ও দলগত কাজের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি বিশ্বাস করি, ক্লাবটি ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বাংলাদেশের জন্য একটি মাইলফলক হয়ে উঠবে।’

ক্লাবটির নব নির্বাচিত সদস্যবৃন্দ বলেন, ‘আমরা রাজনীতিমুক্ত, প্রযুক্তিনির্ভর ও শিক্ষার্থীবান্ধব একটি ক্লাব গড়ার লক্ষ্যে কাজ করব। আধুনিক প্রযুক্তি যেমন রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনকে কেন্দ্র করে নিয়মিত কর্মশালা, সেমিনার ও প্রতিযোগিতা আয়োজন করাই আমাদের অগ্রাধিকার। আমরা চাই, জিডিইউ শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক জ্ঞানে সমৃদ্ধ হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের গৌরব বাড়াক।’

দুই নারী প্রার্থীর হাতে প্রতীক তুলে দিলেন জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘যারা বছরের পর বছর আত্মগোপনে ছিলেন তারা এখন অন্যদের গুপ্ত ব…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন গুপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক
  • ৩১ জানুয়ারি ২০২৬