জেলা প্রশাসক কার্যালয়ে চুয়েট শিক্ষার্থীদের ‘ব্লকেড’ কর্মসূচি পালন

২৬ আগস্ট ২০২৫, ০৭:৪৯ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৭:৫৭ PM
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা দাবিতে চট্টগ্রামে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও ‘ব্লকেড কর্মসূচি’ পালন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। 

আজ মঙ্গলবার (২৬ আগস্ট), বিকেল ৫টায় শহরের লাল দীঘির মাঠ এলাকায় জেলা প্রশাসক অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত ২৫ আগস্ট (সোমবার) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত স্মারকলিপি প্রদানের পর বেরোবির শিক্ষার্থীরা চলে গেলে ফেরদৌস অফিসের নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেন (প্রকৌশল ডিপ্লোমা ধারী) তার কক্ষে প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে ডেকে নেন। সেখানে উপস্থিত প্রায় ২০-২৫ জন প্রকৌশল ডিপ্লোমা ধারী কর্মচারী-কর্মকর্তা, যাদের মধ্যে সহকারী প্রকৌশলী মাজেদুল, সহকারী প্রকৌশলী সারোয়ার জামান সাইদ, উপসহকারী প্রকৌশলী লিয়াকত, সাদ্দাম ও গোলাম কিবরিয়া সোহান ছিলেন। তারা রোকনকে ঘিরে ধরে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে এবং জবাই করে হত্যার হুমকি দেন।

এমন ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভের পাশাপাশি হুমকিদাতাদের শাস্তির দাবিতে বিভিন্ন আল্টিমেটাম দেয়া হয়। এরই অংশ হিসেবে আজ চট্টগ্রামে জেলা প্রশাসক অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ পালন করেন চুয়েটের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে প্রায় ৯ টি বাসে করে হাজারখানেক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। এসময় তারা কোটা না মেধা, মেধা মেধা’, ‘২৪ এর বাংলায়, ডিপ্লোমা কোটার ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, প্রকৌশল সমাজ জেগেছে’, ‘১,২,৩, ৪ ডিপ্লোমা তুই কোটা ছাড়’ শীর্ষক স্লোগান দেন।

এ সময় আন্দোলনরত পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রবিউল আউয়াল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ডিপ্লোমা সিন্ডিকেটের প্রভাবে দেশের প্রকৌশল খাত আজ ধুঁকছে। আমরা এর শেষ দেখতে চাই। গত ছয় মাস ধরে আমরা আন্দোলন করছি, এখনও সুরাহা না মেলায় আমরা হতবাক। এবার আমরা মাঠে নেমেছি ক্লাস-ল্যাব বর্জন করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠেই থাকব।’

আরও পড়ুন: জাকসুর আচরণবিধি লঙ্ঘন করে বহিরাগতদের প্রোগ্রাম, কমিশনের দ্বিমুখী বক্তব্য

কম্পিউটার ও বিজ্ঞান কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আদিল রায়হান বলেন, ‘দেশের শ্রমজীবী- রিকশাওয়ালাদের টাকায় আমরা পড়াশোনা করি। আমরা বিশ্বাস করি ‘২৪ পরবর্তী বাংলাদেশে কোনো কোটা থাকতে পারে না। হাসিনা পরবর্তী এই সরকার এসেছে শহিদদের রক্তের বিনিময়ে। যদি এই সরকারও কোটা প্রশ্রয় দিয়ে থাকে, আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আমরা আজ ৪০ কিলোমিটার দূর থেকে আন্দোলনে এসেছি। দরকার হলে ২০০-৩০০ কিলোমিটার পাড়ি দিয়ে ঢাকায়ও যেতে পারব। তবু কোনোভাবে অন্যায়কে প্রশ্রয় দেব না’

এ সময় বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইফতেখার মাহমুদ বলেন, ‘দশম গ্রেডকে ডিপ্লোমা সিন্ডিকেট কুক্ষিগত করে রেখেছে। আমার সবাই দশম গ্রেডে পরীক্ষা দিতে চাই। আজ তারা এ দেশের মেধাবীদের হুমকি দেয়। আমতা এর শেষ দেখে ছাড়বো ইনশাআল্লাহ। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ স্বরুপ আমরা আজ বিভাগীয় কমিশনাররের কাছ্র স্মারকলিপি প্রদান করেছি। তার প্রতি আমাদের আশ্বাস দিয়েছেন। আমরা সবাইকে বলতে চাই, রোকন ভাইকে যারা জীবননাশের হুমকি দিয়েছে, আমরা তাদের ব্যাপারে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাঠে থাকবো ইনশা আল্লাহ।’

উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরেই চাকরিক্ষেত্রে প্রকৌশলীদের বৈষম্যের প্রতিবাদে ৩ দফা দাবিতে আন্দোলন করে আসছেন চুয়েটসহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবিসমূহ হলো- নবম গ্রেডে নূন্যতম যোগ্যতা বিএসসি রেখে পরীক্ষার মাধ্যমে নিয়োগ, দশম গ্রেডকে কোটামুক্ত করে বিএসসিদের জন্য সুযোগ করে দেয়া এবং বিএসসি ছাড়া যেন কেউ প্রকৌশলী পদবী ব্যবহার না করতে পারে তা নিশ্চিত করা।

ঢাবিতে জয়পুরহাট স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে অনিক, …
  • ১০ জানুয়ারি ২০২৬
মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর শিক্ষাবিদ ইরফানুল বারী আর নেই
  • ১০ জানুয়ারি ২০২৬
‎লাখাইয়ে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০
  • ১০ জানুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে জামায়াত প্রার্থীর আবেদন
  • ১০ জানুয়ারি ২০২৬
নদীর পাড়ে পড়েছিল চোখ উপড়ে ফেলা মাদ্রাসা ছাত্রের মরদেহ
  • ১০ জানুয়ারি ২০২৬
বিএনপি নেতার প্রার্থিতা বাতিল চেয়ে জামায়াত প্রার্থীর আবেদন
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9