পাবিপ্রবিতে গুচ্ছভুক্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু

পাবিপ্রবি লোগো
পাবিপ্রবি লোগো  © টিডিসি ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শুরু হল ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম। রবিবার (‎৩ আগস্ট) থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে ৭ আগস্ট পর্যন্ত। তবে মঙ্গলবার (৫ আগস্ট) ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে।

‎শনিবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় যে শিক্ষার্থীরা এ, বি ও সি ইউনিট এবং বিভিন্ন কোটায় পাবিপ্রবিতে চূড়ান্ত ভর্তির জন্য মনোনীত হয়েছেন, তাদের নির্ধারিত সময়ের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে (কেন্দ্রীয় মসজিদের পেছনে) উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি ফি জমা দিয়ে ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হলে, ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে।

‎ভর্তি ফরম পূরণ ও ডাউনলোড

‎শিক্ষার্থীদের ওয়েবসাইটে গিয়ে জিএসটি আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ভর্তি ফরম পূরণ করে পিডিএফ ডাউনলোড করতে হবে। ডাউনলোডকৃত ফরমটি এ-ফোর সাইজের কাগজে রঙিন প্রিন্ট করে ভর্তির সময় সঙ্গে আনতে হবে।

‎ভর্তির সময় সঙ্গে যা আনতে হবে:
‎১. ভর্তি ফরমের রঙিন প্রিন্ট কপি (এ-ফোর সাইজে)
‎২. এসএসসি ও এইচএসসি বোর্ডের মূল নম্বরপত্র ও মূল সনদপত্র
‎৩. জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের মূল কপি ও একটি সত্যায়িত ফটোকপি
‎৪. চতুর্থ বিষয়সহ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
‎৫. পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি
‎৬. অনলাইনে ভর্তি ফি জমার রসিদ বা প্রিন্ট কপি


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence