হাবিপ্রবিতে ভোক্তা অধিকার সংগঠনের যাত্রা, নতুন কমিটি গঠন

১১ এপ্রিল ২০১৯, ০৯:৫৩ PM
সভাপতি মো. রাসেল ইসলাম রাজু এবং সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম।

সভাপতি মো. রাসেল ইসলাম রাজু এবং সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম। © টিডিসি ফটো

খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার বিষয়ক ‘কনসার্স কনজুমার্স সোসাইটির’ যুব সংগঠন ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার নতুন কমিটির অনুমোদন করা হয়েছে।

নবগঠিত এই কার্যনির্বাহী কমিটিতে বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রাসেল ইসলাম রাজুকে সভাপতি এবং পরিসংখ্যান বিভাগের একই বর্ষের মো. মঞ্জুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ৪০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ৪ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ১০৫নং কক্ষে আনুষ্ঠানিকভাবে সিওয়াইবির কেন্দ্রীয় সংগঠনের অনুমোদনক্রমে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী শুভ এ কমিটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলার সহকারী পরিচালক মমতাজ বেগম ও নব কমিটির সদস্য বৃন্দ।

উপদেষ্টা পরিষদে রয়েছেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড মারুফ আহমেদ, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সাঈদ, ফিজিওলজি ও ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক মিসরাত মাসুমা পারভেজ ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক খালিদ ইমরান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জুয়েল রানা, হাসিবুল হাসান স্বরণ, মো. রাশেদ ও মাসুদ রানা। যুগ্ম-সম্পাদক মো. রাকিবুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, মো. রমজান আলী ও মো. সোলায়মান। সাংগঠনিক- সম্পাদক মতিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিকুর সরকার, অফিস-সম্পাদক গোলাম মোস্তফা, সহ-অফিস সম্পাদক মাসুদ রানা, অর্থ-সম্পাদক মোহাম্মদ তানভীর আহম্মেদ, সহকারী অর্থ-সম্পাদক মোহাম্মদ সুমন মিয়া, প্রচার-সম্পাদক মুরাদ সরকার মিকাত, সহ-প্রচার সম্পাদক জাহিদুল হাসান ইমন, ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক বেলায়েত হোসাইন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পপি রানী মোহন্ত ,ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মোনতাসির মামুন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. রায়হান ইসলাম, গণমাধ্যম বিষয়ক সম্পাদক এসকে শাহরিয়ার হিমেল।

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মো. জুলফিকার আলী, প্লাবন কান্তি রয়, রায়হান ইসলাম, সুজন আলী, রিফাত রহমান, আব্দুর রহীম, শামীমা খাতুন, শাকিল আহমেদ, খাদেমুল ইসলাম, সিফাত আল জামান, তামান্না তাবাসসুম জয়া, সুমাইয়া বিনতে মাহবুব আতশী, ফুয়াদ হাসান, সম্রাট মোহন্ত জয়, সুস্মিতা রায়, মমতাজ আক্তার মীম, আনোয়ারুল আসাদ।

নবগঠিত কমিটির সভাপতি ও সম্পাদক জানান, বেচে থাকার জন্য প্রতিনিয়ত আমরা বিভিন্ন খাবার খাই। কিন্তু এসব কিছুদিন আগেও আমরা দেখেছি ভেজাল খাদ্যগ্রহণের কারণে আমাদের (বিশ্ববিদ্যালয়ের) অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। খাবারের মধ্যে কিছু অসাধু লোকের কারণে দিন দিন ভেজাল ঢুকে যাচ্ছে। যা আমাদের সবার জন্যই ক্ষতিকর সরকার অনুমোদিত ‘কনসার্স কনজুমার্স সোসাইটি’ এর যুব শাখা কনজুমার ইয়ুথ বাংলাদেশের সদস্য হিসেবে এখন থেকে আমরা ভোক্তা অধিকার, পণ্যে ভেজাল, সেবায় হয়রানি ও সামাজিক সচেতনতা গড়ে তুলতে কাজ করে যাবো। এতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

প্রসঙ্গত, সিওয়াইবি বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ বা ‘সচেতন ভোক্তা সমাজ’ (সিসিএস) এর যুব শাখা। সংগঠনটি দীর্ঘদিন ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, বেগম রোকেয়া ও গণবিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তাদের অধিকার বাস্তবায়নে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬