হাবিপ্রবির সহকারী প্রক্টরের ওপর হামলায় শিক্ষক পরিষদের নিন্দা

০৮ এপ্রিল ২০১৯, ০৯:৩৫ PM
শিক্ষক পরিষদের নিন্দার বিজ্ঞপ্তি

শিক্ষক পরিষদের নিন্দার বিজ্ঞপ্তি © টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সহকারী প্রক্টর ড. মো. মাহবুব হোসেন এর ওপর অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক পরিষদ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস এবং যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. খালেদ হোসেন স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে বলা হয়, গত ৭ এপ্রিল ২০১৯ ইং তারিখ আনুমানিক ৫টা ৩০ মিনিটে শেখ রাসেল হলের সম্মুখে দুই গ্রুপ ছাত্রদের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে কতিপয় উশৃঙ্খল ছাত্র কর্তৃক দায়িত্ব পালনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. মাহাবুব হোসেন অতর্কিত হামলার স্বীকার হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

আমরা মনে করি, একজন সম্মানিত শিক্ষকের ওপর ছাত্র কর্তৃক এ জাতীয় হামলা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের ওপর হামলার সামিল। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক পরিষদ এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবী জানাচ্ছি।

জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬