ছাত্রদল কর্মীর নেতৃত্বে হাবিপ্রবিসাসের অফিস ভাঙচুর, বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

০২ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৬:২৮ PM
হাবিপ্রবিসাসের সংবাদ সম্মেলন ও ইনসেটে ছাত্রদল কর্মী শামীম আশরাফী

হাবিপ্রবিসাসের সংবাদ সম্মেলন ও ইনসেটে ছাত্রদল কর্মী শামীম আশরাফী © টিডিসি

ছাত্রদলকর্মী শামীম আশরাফীর নেতৃত্বে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সাংবাদিক সমিতির অফিস ভাঙচুরের ঘটনায় বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি। 

আজ বুধবার (২ জুলাই) দুপুর ১২টায় দিনাজপুর জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিক সমিতির পক্ষ থেকে এ আল্টিমেটাম দেয়া হয়। সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসাইন লিখিত বক্তব্য পাঠ করেন। 

লিখিত বক্তব্যে তিনি বলেন,‌ ‌‘গত ৩০ জুন হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিসকক্ষে ছাত্রদল কর্মী শামীম আশরাফীর নেতৃত্বে যে ন্যাক্কারজনক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

হামলার পেছনের কারণ উল্লেখ করে সাংবাদিক ওই নেতা বলেন, ‘অবৈধভাবে হলে ওঠা সংক্রান্ত সংবাদ, যা তথ্যভিত্তিক ও সত্যনিষ্ঠভাবে আমাদের সদস্যরা রিপোর্ট করেছিলেন। এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের সংগঠনকে হুমকি, কটাক্ষ এবং অপমানজনক পোস্টের মাধ্যমে অপদস্থ করার অপচেষ্টা চালানো হয়। এর চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে আমাদের অফিসকক্ষে সরাসরি হামলার মাধ্যমে।এই ঘটনা শুধু একটি সংগঠনের ওপর হামলা নয়, এটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ছাত্র সমাজের গণতান্ত্রিক চর্চার ওপর সরাসরি আঘাত।’

‘আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই সাংবাদিকদের কণ্ঠরোধ করার এই হুমকি ও হামলায় আমরা বিচলিত নই। বরং সত্য ও নিরপেক্ষতার প্রতি আমাদের দায়বদ্ধতা আরও দৃঢ় হয়েছে। আমরা সাংবাদিকতা করি দায়িত্ব নিয়ে, তথ্য ও সত্যের ভিত্তিতে। হুমকি কিংবা হামলা দিয়ে আমাদের থামানো যাবে না। বরং এমন ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াব।’

বক্তব্য পাঠ শেষে আইনী কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কি নাহ সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন, ‘ইতোমধ্যেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি৷পাশাপাশি আমরা মামলা করবো, মামলার কার্যক্রম  প্রক্রিয়াধীন আছে।’

আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত শামীম আশরাফীসহ বাকিদের শনাক্ত করে যথাযথ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সচেতন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তানভীর হোসাইন।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ফের আবেদনের সুযোগ
  • ১২ জানুয়ারি ২০২৬
ট্রেনের শেষ বগি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ৮০ আসনে ভর্তি নেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়, শর্ত…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইসরায়েল স্বীকৃত 'সোমালিল্যান্ডকে' প্রত্যাখান বাংলাদেশের
  • ১২ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে চুক্তি করছে বাংলাদেশ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9