হাবিপ্রবিতে ঈদের দ্বিতীয় দিনে ছাত্রশিবিরের মধ্যাহ্নভোজের আয়োজন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)  © ফাইল ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অবস্থানরত শিক্ষার্থী ও কর্মচারীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ‘মধ্যাহ্নভোজ’ আয়োজন করেছে হাবিপ্রবি শাখা  ছাত্রশিবির।

আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে ছাত্রশিবিরের হাবিপ্রবি শাখা তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ আয়োজনের বিষয়টি জানায়।

পোস্টে বলা হয়, পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন (৮ই জুন, রবিবার) তাজউদ্দীন আহমদ হল মাঠে এই মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হবে।

এছাড়াও পোস্টে ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য বিশেষ ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আজিবুর রহমান বলেন, ছাত্রশিবির হাবিপ্রবি শাখা মূলত একটি গতিশীল ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে পরিচিত। বরাবরের মতোই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে তারা নানা মানবিক ও কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করে থাকে। তারই ধারাবাহিকতায় এবারের পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানরত ভাইবোনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ‘মধ্যাহ্নভোজ’ আয়োজন করেছে সংগঠনটি।

যারা ক্যাম্পাসে অবস্থান করছেন বিশেষ করে বিদেশি শিক্ষার্থী, বিভিন্ন আবাসিক হলের কর্মচারী, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যসহ যারা পরিবার-পরিজনের কাছে ঈদের সময়টায় যেতে পারেননি—তাদের জন্যই এই ক্ষুদ্র আয়োজন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence