জীব-বিজ্ঞান উৎসবের উদ্বোধন করছেন হাবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। © আব্দুল মান্নান
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাংলাদেশ জীব-বিজ্ঞান অলিম্পিয়াড ও দৈনিক সমকালের যৌথ আয়োজনে রংপুর অঞ্চলের জীব-বিজ্ঞান উৎসব -২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। বিজ্ঞান একাডেমি রংপুর অঞ্চলের সহ-সভাপতি জিয়াউল হক সিজারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাবিপ্রবির কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, দিনাজপুর বিজ্ঞান একাডেমির সভাপতি ও কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, সমকাল দিনাজপুর প্রতিনিধি বিপুল সরকার সানি।
অনুষ্ঠান বিজ্ঞান একাডেমি দিনাজপুরের সদস্য মো. মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার বলেন, বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জীব-বিজ্ঞান। প্রতিযোগিতার মাধ্যমে জ্ঞানের লেভেল পরিমাপ করা যায়। এ ধরনের প্রতিযোগিতায় অংশ গ্রহণের মাধ্যমে তোমরা নিজেদেরকে আরও শাণিত করে তুলবে। পাশাপাশি এ বিভাগ থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখবে, আমি এ প্রত্যাশা করি।
প্রসঙ্গত, রংপুর বিভাগের আটটি জেলার ৮৩৭জন শিক্ষার্থী জুনিয়র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই তিন গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।