ফসলি অ্যাপ বিষয়ক কর্মশালা। © টিডিসি ফটো
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি সম্প্রসারণ বিভাগ ও এসিআই এর তত্ত্বাবধানে ইন্টিলিজেন্ট ডিসিশন সাপোর্ট সিস্টেম (আইডিএসএস) প্রকল্পের আওতায় ফসলি অ্যাপ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। এতে কৃষি সম্প্রসারণ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ফারুক হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার ও কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস।
এসি আই এগ্রিবিজনেস ডিজিটাল স্ট্রাটেজির জেনারেল ম্যানেজার মো. শামীম মুরাদ (পিএইচডি) ও কৃষি সম্প্রসারণ বিভাগের এম এস স্টুডেন্ট সুস্মিতা শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিএসএস প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মির্জা খলিল জিবরান। এ সময় তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ফসলি অ্যাপ কিভাবে কাজ করে তার ওপর একটি ভিডিও চিত্র দেখান।
মির্জা খলিল জিবরান জানান, বাংলাদেশের ডিজিটাল কৃষি কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে নেদারল্যান্ডস স্পেস অফিস এর ‘জি ফর এ ডব্লিঊ’র কার্যক্রমের সার্বিক সহায়তায় এসিআই এগ্রিবিজনেসের নেতৃত্বে ফসলি প্লাটফর্মটি তৈরি করা হয়েছে। এই ফসলি অ্যাপের মাধ্যেম কৃষক সহজেই জানতে পারবে বজ্র-বৃষ্টি, পোকা-মাকড়ের মাঝে শত্রু মিত্রের প্রভাব, জানতে পারবে ফসলের পুষ্টি, পুষ্টি ঘাটতি, বালাই নাশক, লিফ কালার চার্ট, বীজের যত্ন, আধুনিক প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতির বিভিন্ন বিষয়াদি। এছাড়া যেকোন সমস্যার সমাধান জানতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করার সুযোগ সুবিধা যুক্ত করা হয়েছে অ্যাপটিতে। এতে উপগ্রহ চিত্রের মাধ্যমে সংশ্লিষ্ট এরিয়ার সমস্যা সম্পর্কে জানারও ব্যবস্থা করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম জানান, এখন সর্বত্র প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে পড়েছে। সবার হাতে হাতে এখন ইন্টারনেট, মোবাইল ফোন। ফলে বলা যায় বিশ্ব এখন হাতের মুঠোয়। বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কি ঘটছে তা দ্রুত জানা সম্ভব হচ্ছে এই প্রযুক্তির কল্যাণে। জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে মিশন নিয়েছেন, তা এখন বাস্তবে রূপ পেয়েছে। ইন্টিলিজেন্ট ডিসিশন সাপোর্ট সিস্টেম (আইডিএসএস) ফসলি অ্যাপের মাধ্যমে কৃষকদের মাঝে সহজেই কৃষি সম্পর্কিত সেবা সমূহ পৌঁছে দেয়ার জন্য এসি আই যে উদ্যোগ নিয়েছে তা সত্যি প্রশংসনীয়। আমি তাদের এই উদ্যোগের উত্তরোত্তর সম্প্রসারণ ও সফলতা কামনা করছি।
পরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদারের অনুমতিক্রমে কৃষি সম্প্রসারণ বিভাগ ও এসিআই, ইন্টিলিজেন্ট ডিসিশন সাপোর্ট সিস্টেম (আইডিএসএস) প্রকল্পের মধ্যে তথ্য আদান-প্রদান বিষয়ক দু’বছরের সমঝোতা স্বাক্ষরিত হয়। এতে কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষে বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ফারুক হাসান এবং আইডিএসএস প্রকল্পের পক্ষে স্বাক্ষর করেন প্রজেক্ট ম্যানেজার মির্জা খলিল জিবরান।
উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ ও মাস্টার্স এবং পিএইচডি এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।