বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাবিপ্রবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

০৭ মার্চ ২০১৯, ০৮:৫০ PM
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন শিক্ষকরা

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন শিক্ষকরা © আব্দুল মান্নান

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবির) উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রীর ২০২১ এবং ২০৪১ সালের ভিশন মিশন নিয়ে যেভাবে কাজ করেছেন, আশা করি সে সময়ের পূর্বেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী, হাবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মো. ফজলুল হক, প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ রাজিব হাসান, বঙ্গবন্ধু হলের হল সুপার প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, সহকারী হল সুপার মো. ফরিদুল্লাহ , ডা. মো. সাজেদুর রহমান এবং সাইফুদ্দিন দুরুদ সহ বিভিন্ন শাখার পরিচালক ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণের পর ঐতিহাসিক এই দিনটির তাৎপর্যের ওপর ভিত্তি করে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই ভাষণের কারণে এদেশের সকল শ্রেণী-পেশার মানুষ একতাবদ্ধ হয়ে স্বাধীনতার জন্য লড়াই করেছে। যার ফলে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। তিনি এই দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন আজ তারই কন্যা শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

বাংলাদেশের চলমান উন্নয়নের কথা তুলে ধরে তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর ২০২১ এবং ২০৪১ সালের যে ভিশন মিশন নিয়ে যেভাবে কাজ করেছেন, আশা করি সে সময়ের পূর্বেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এ ব্যপারে ভূমিকা রাখার জন্য তরুণ সমাজের প্রতি আহবান জানান তিনি।

জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬