ভিসি ও প্রো-ভিসির অব্যাহতিতে ন্যায় বিচারের পরাজয় হয়েছে: কুয়েট শিক্ষক সমিতি

সংবাদ সম্মেলনে কুয়েট শিক্ষক সমিতি
সংবাদ সম্মেলনে কুয়েট শিক্ষক সমিতি  © সংগৃহীত

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য শেখ শরীফুল আলমকে অপসারণ করেছে সরকার। বুধবার (২৩ এপ্রিল) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে ভিসি এবং প্রো-ভিসিকে অব্যাহতির সিদ্ধান্তের কথা জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

তবে উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দেওয়ার ঘটনায় ন্যায় বিচারের পরাজয় হয়েছে বলে জানিয়েছে কুয়েট শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে দ্য ডেইলি ক্যাম্পাসকে এমন মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. সাহিদুল ইসলাম। 

তিনি জানান, আমরা চেয়েছিলাম একটা বৈষম্যহীন ও রাজনীতিমুক্ত ক্যাম্পাস। কিন্তু বর্তমান সময়ে যারা বিশেষ করে শিক্ষার্থীরা রাজনীতিমুক্ত ক্যাম্পাসের আন্দোলন করে আসছিলো, আমরা দেখতে পাচ্ছি তারাই আজ অন্ধকার রাজনীতির করালগ্রাসে বন্দী। এ কারণে ১৮ই ফেব্রুয়ারি ২০২৫-এ ক্যাম্পাসে উদ্ভূত সংকট নিরসনে শিক্ষকবৃন্দের কোনো চেষ্টাই সফল হয়নি। 

তিনি আরও জানান, শিক্ষা উপদেষ্টা মহোদয়সহ তার প্রেরিত প্রতিনিধিদলও এক্ষেত্রে অসহায়ত্ব প্রকাশ করেছেন। ফলে সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের  মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলরের অব্যাহতির সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। গৌরবান্বিত জুলাই গণঅভ্যুত্থানের দীর্ঘ আট মাস পরেও যদি শিক্ষা প্রতিষ্ঠানে এহেন কার্যক্রম চলতে থাকে, তা শুধু বিশ্ববিদ্যালয় নয় সমগ্র বাংলাদেশের রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে ফেলতে পারে।  যা নিয়ে শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছে। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষকবৃন্দ সব সময় সচেষ্ট থাকবেন বলেও জানান তিনি। 

এদিকে গতকাল সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির নেতারা জানিয়েছিলেন, চাপ দিয়ে উপাচার্যকে অপসারণ করা হলে কুয়েট শিক্ষক সমিতি তা মেনে নেবে না। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence