অনশন ভাঙাতে অভিভাবকদের ফোন দিচ্ছে কুয়েট প্রশাসন

অনশররত শিক্ষার্থীরা
অনশররত শিক্ষার্থীরা  © টিডিসি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙাতে তাদের অভিভাবকদের ফোন করে চাপ দিচ্ছে প্রশাসন—এমন অভিযোগ তুলেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) কুয়েট প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের ফোন কল দেওয়া হয় বলে জানান তারা।

উল্লেখ্য, কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের অপসারণের একদফা দাবিতে গতকাল থেকে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থী। অনশনের ২৪ ঘণ্টার মধ্যেই খুলনার প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।

শিক্ষার্থীরা জানান, শিক্ষকদের মাধ্যমে অনশন ভাঙানোর একাধিক চেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রশাসন এখন শিক্ষার্থীদের পরিবারের ওপর চাপ প্রয়োগের কৌশল নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমার বিভাগীয় প্রধান আমার বাসায় কল দিয়ে বলেছেন, আমার বিভাগ থেকে আমি একাই অনশনে বসেছি। যদি আমার কিছু হয়ে যায়, তাহলে আমার পরিবারের ক্ষতি হবে—এমন কথা বলে মা-বাবাকে ভয় দেখানো হয়েছে, যেন তারা আমাকে অনশন থেকে সরিয়ে আনেন।

আরেক শিক্ষার্থী জানান, আমার পরিবারকে কল করা হলেও তারা আগেই জানতো আমি অনশনে আছি, তাই প্রশাসনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

এ বিষয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের ফোন করার বিষয়ে জানতে চাইলে কুয়েটের ছাত্রকল্যাণ কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মুহাম্মাদ আজমতউল্লাহ বলেন, ‘আমাদের কার্যালয়ে এ ধরনের কোনো নির্দেশনা আসেনি। এ বিষয়ে আমরা কিছু জানি না।

এদিকে এ বিষয়ে উপাচার্য ও রেজিস্ট্রারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence