কুয়েট উপাচার্যের অপসারণ দাবিতে অনশনের পাশাপাশি বিক্ষোভ মিছিল

২২ এপ্রিল ২০২৫, ০৫:০৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:২০ PM
কুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল © টিডিসি

উপাচার্যের অপসারণের দাবিতে অনশনরত তিন শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা তারা।

জানা গেছে, গতকাল দুপুর ৩ টায় ভিসি অপসারণের দাবিতে অনশনে বসেছেন কুয়েট শিক্ষার্থীরা। পরে আজ মঙ্গলবার দুপুর ২টায় তিনজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। যার মধ্যে একজনের লিভারজনিত সমস্যা থাকার কারণে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।

এদিকে মিছিলটি স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার থেকে শুরু হয়ে নিউ অ্যাকাডেমিক বিল্ডিং, কুয়েট মেডিকেল সেন্টার, টিচার্স ডরমিটরি, প্রশাসনিক ভবন ঘুরে এসে দুর্বার বাংলার পাদদেশে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা 'আমার ভাই অনশনে/ভিসি কেনো গদিতে, আমার ভাই মরছে/ভিসি কেনো হাসছে, দালাল ভিসি বহাল কেনো/ইন্টেরিম জবাব চাই’ সহ নানা স্লোগান দেন তারা।

এদিকে মিছিল শেষে শিক্ষার্থীরা জানান,আর কোনো শিক্ষকের সহানুভূতি গ্রহণ করা হবে না। আমাদের ভাইয়েরা মরতে শুরু করেছে। শিক্ষকেরা এখনও ভিসিকে পদত্যাগের জন্য চাপ না দিয়ে আমাদেরকে সহানুভূতি জানাতে আসতেছেন। আমাদের এই সহানুভূতি আর লাগবে না। 

জানা গেছে, চলমান অনশন কর্মসূচির প্রেক্ষিতে শিক্ষকদের সঙ্গে জরুরি মতবিনিময় সভা ডেকেছেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। আগামীকাল কুয়েটে ইউজিসির একটি প্রতিনিধি দল যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম। এছাড়া শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা পোষণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণ দাবি জানিয়ে আসছেন। 

দেশকে বাঁচাতে হলে ধানের শীষে ভোট দিতে হবে
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসির সমালোচনায় বিসিবি সভাপতি বুলবুল
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রতীকসহ ৩০০ আসনের প্রার্থী তালিকা দেখুন এখানে
  • ২২ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া দেখুন এখানে
  • ২২ জানুয়ারি ২০২৬
হাদি হত্যায় ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেল ৬ দিনের রিমান্ডে
  • ২২ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ক্রিকেটাররা কী বলেছেন প্রশ্নে যা বল…
  • ২২ জানুয়ারি ২০২৬