আমার শার্ট ধরে টানাহেঁচড়ার পর মাটিতে ফেলে দেয়া হয়: কুয়েট ভিসি

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM
গতকাল মঙ্গলবার রাতে ভিসিকে ঘিরে শিক্ষার্থীদের বিক্ষোভ

গতকাল মঙ্গলবার রাতে ভিসিকে ঘিরে শিক্ষার্থীদের বিক্ষোভ © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।

এদিকে, ঘটনার পর মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তেজিত শিক্ষার্থীরা ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে ক্যাম্পাসকে অবরুদ্ধ করে ব্যর্থতার দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেন। জবাবে তিনি বলেন, আমার কোনো ব্যর্থতা নেই। আমি কেন পদত্যাগ করব? এমন মারামারি টুকটাক হয়েই থাকে।

এ বক্তব্যে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে হেনস্তা করেন এবং একপর্যায়ে তার ওপর হামলা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কুয়েটের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।

এ ঘটনার পর আজ বুধবার (১৯ জানুয়ারি) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেওয়া এক সাক্ষাৎকারে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ বলেন, আমি আমার ক্যাম্পাসকে খুব ভালোবাসি। কিন্তু গতকাল আমার শিক্ষার্থীরা আমাকে যেভাবে হেনস্তা করেছে, এতে আমি খুব মর্মাহত। তারা প্রথমে আমার শার্ট ধরে টানাহেঁচড়া করে, এরপর আমাকে মাটিতে ফেলে দেয়। তখন আমার হাত কেটে যায়।

জড়িতদের নাম প্রকাশে অপরাগতা প্রকাশ করে তিনি আরও বলেন, আমাকে যারা আক্রমণ করেছে, তারা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত কি না, আমি জানি না।

ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে
  • ২৩ জানুয়ারি ২০২৬
দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্ত…
  • ২৩ জানুয়ারি ২০২৬
হাদির হত্যার বিচারের দাবিতে তিতুমীরে বিক্ষোভ মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬
সৌদিতে রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা
  • ২৩ জানুয়ারি ২০২৬
উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
উৎসব আনন্দে জবিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
  • ২৩ জানুয়ারি ২০২৬