চুয়েট শিক্ষক রোকসানার একক চিত্রকর্ম প্রদর্শনী শুরু

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২২ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
চুয়েট শিক্ষক ড. মোছা. রোকসানা খাতুনের ‘দ্য ন্যাচার’ শীর্ষক একক চিত্রকর্ম প্রদর্শনী চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে শুরু হয়েছে

চুয়েট শিক্ষক ড. মোছা. রোকসানা খাতুনের ‘দ্য ন্যাচার’ শীর্ষক একক চিত্রকর্ম প্রদর্শনী চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে শুরু হয়েছে © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রসায়ন বিভাগের প্রধান ড. মোছা. রোকসানা খাতুনের ‘দ্য ন্যাচার’ শীর্ষক একক চিত্রকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে এ প্রদর্শনী শুরু হয়েছে।  প্রদর্শনীটি ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীর উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বি পাভেল, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফাইন আর্ট বিভাগের অধ্যাপক ড. সুফিয়া বেগম।

আরও পড়ুন: কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ ও উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত আঁকা শিল্পীর বিভিন্ন সময়ের শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে তার ৮০টির বেশি চিত্রকর্ম স্থান পেয়েছে।

প্রদর্শনীর বিষয়ে অধ্যাপক ড. মোছা. রোকসানা খাতুন বলেন, ‘চিত্রকর্ম নিয়ে এতদূর আসা হবে ভাবিনি। করোনাকালীন বিভিন্ন খারাপ সংবাদ শুনে বিষণ্ণ থাকতাম। ঠিক তখনই নিজের বিষণ্ণতা ও অবসর সময় কাটাতে আমি আর্ট করা শুরু করি। এর আগে আমি কখনোই আর্ট করিনি। এর পর থেকে এখন পর্যন্ত আমার স্বামী ও সন্তানদের উৎসাহে আমি আমার চিত্রকর্মের মাধ্যমে প্রকৃতির বিভিন্ন মনোরম দৃশ্য ফুঁটিয়ে তুলার চেষ্টা করে যাচ্ছি। এ প্রদর্শনীর উদ্দেশ্য হচ্ছে তরুণ প্রজন্মকে শিল্পের প্রতি আকৃষ্ট করে তুলা যা তাদের মানসিক বিকাশে সহায়ক হবে বলে আমি মনে করি।’

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যায় আরেক শুটার গ্রেপ্তার 
  • ২৩ জানুয়ারি ২০২৬
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের রজত জয়ন্তী উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
ভাষানটেকে তারেক রহমানের জনসভা শুরু
  • ২৩ জানুয়ারি ২০২৬
সন্তানকে হত্যার পর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঘোষণা দিলে ঢাকায় জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না:…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তার মৃত্যু ঘিরে রহস্য
  • ২৩ জানুয়ারি ২০২৬