পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ করার নির্দেশ রাবিপ্রবি উপাচার্যের

শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালায় রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান
শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালায় রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান  © টিডিসি

প্রতিটি কাজের জন্য পরিকল্পনা অনুযায়ী দিনের কাজ দিনে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। আজ শনিবার  দুপুর ১১টায়  ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে শিক্ষকদের অভ্যন্তরীণ কর্মদক্ষতা উন্নয়ন ও সময় ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা-বিষয়ক প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে তিনি এ নির্দেশ দেন।

উপাচার্য বলেন, ‘একটা প্রতিষ্ঠান কখন পিছিয়ে থাকে, যখন সেখানে কর্মরতরা কোন কাজ সঠিক সময়ে সঠিকভাবে শেষ করেন না এবং টিম ওয়ার্কের অভাবে প্রতিটা কাজের জন্য সময়ক্ষেপণ করে থাকেন। ঠিক তেমনি আমাদের এই বিশ্ববিদ্যালয়কে উচ্চ শিখরে পৌঁছার জন্য আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টাকে কাজে লাগিয়ে এগিয়ে নিতে হবে।’

আরও পড়ড়ুন: পবিপ্রবি শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা পেতে ভোগান্তি

প্রশিক্ষণে রাবিপ্রবির পাঁচটি বিভাগের শিক্ষকরা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ